শেষ আপডেট: 9th February 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে জয়লাভের পর কটকেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচেও ভাল পারফরম্য়ান্স করতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ। ইতিমধ্যে দুই দলের মধ্যে টসের আয়োজন করা হয়েছিল। ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মোট জোড়া পরিবর্তন করা হয়েছে। যশস্বী জয়সওয়ালের পরিবর্তে দলে এন্ট্রি নিয়েছেন বিরাট কোহলি। আর কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে এসেছেন বরুণ চক্রবর্তী। এই ম্য়াচে বরুণের ডেবিউ হতে চলেছে।
টসের পর রোহিত শর্মা জানালেন, গত ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্য়ান্স দেখে তিনি খুব খুশি। কিন্তু, সেই উচ্ছ্বাসের জোয়ারে তিনি ভাসতে রাজি নন। আপাতত ভারতীয় ক্রিকেটারদের যাবতীয় ফোকাস এই দ্বিতীয় টি-২০ ম্য়াচকে ঘিরেই। নাগপুর ওডিআই-য়ে শুভমান এবং শ্রেয়স দুজনের ব্যাট থেকেই ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিল। সেকারণে দ্বিতীয় ম্য়াচেও দুজনকে দলের প্রথম একাদশে রাখা হয়েছে। কটকের উইকেট কৃষ্ণমৃত্তিকা দিয়ে তৈরি করা হয়েছে। রোহিতের কথায়, সময় যত এগোবে, এই উইকেট ততই স্লো হবে।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ সামি।