শেষ আপডেট: 21st January 2025 13:22
দ্য ওয়াল ব্যুরো : আগামী মাসেই শুরু হতে চলেছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এই মেগা ইভেন্টের আগে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটন থাকবে জস বাটলারের হাতে। অনেকদিন পর টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে চলেছেন মহম্মদ সামি। ফলে তাঁর উপরে তো আলাদা করে নজর থাকবেই।
ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচটা কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হবে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে দুটো দলের মধ্যে লড়াই শুরু হবে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ব্রিটিশরা বরাবরই টিম ইন্ডিয়াকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
দুটো দলের মধ্যে এখনও পর্যন্ত ২৪ আন্তর্জাতিক টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ভারতীয় ক্রিকেট দল ১৩ ম্যাচ জিতেছে। আর ইংল্যান্ড জিতেছে ১১ ম্যাচ। অর্থাৎ দুটো দলই এখনও পর্যন্ত একে অপরকে 'কাঁটে কি টক্কর' দিয়েছে। এই পরিসংখ্যান ছাড়াও দুই দলের ক্রিকেট সমর্থকরা বুধবার কলকাতার আকাশে অবশ্যই নজর রাখবেন। এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক, আগামীকাল (২২ জানুয়ারি) বরুণদেব নিজের কৃপা বর্ষণ করবেন নাকি আকাশ একেবারে পরিষ্কার থাকবে।
অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আগামী ২২ জানুয়ারি কলকাতার আকাশ একেবারে পরিষ্কার থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।
এই পরিস্থিতিতে দুই দলের ক্রিকেট সমর্থকরা ৪০ ওভার ম্যাচের আনন্দ উপভোগ করতে পারবেন। আর ইডেন গার্ডেন্সের উইকেট তো বরাবরই ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য বলেই প্রসিদ্ধ। ফলে এই ম্যাচে যে রানের ফোয়ারা দেখা যেতে পারে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। তবে এই ম্যাচে শিশির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এই শিশিরের কথা মাথায় রেখেই দুই দলের অধিনায়ক বোলিং রণনীতি তৈরি করবেন। দ্রুত আউট ফিল্ডের কারণে রানের বন্যা দেখা যেতে পারে।
ভারত - সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্য়াটেল (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।
ইংল্যান্ড - জস বাটলার (অধিনায়ক), জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মহম্মদ, ফিল সল্ট, মার্ক উড, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন।