শেষ আপডেট: 22nd January 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আয়োজন করা হচ্ছে। বুধবার (২২ জানুয়ারি) এই সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে। ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক, সূর্যকুমার যাদবের নেতৃত্বে কেমন হতে পারে ভারতীয় ক্রিকেট দল।
টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বলে রাখা ভাল যে দলের ওপেনিং জুটি পরিবর্তন করা হবে না। সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংস শুরু করবেন অভিষেক শর্মা। তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিলক বর্মা। গত কয়েকটি ম্যাচে তিনি জোড়া শতরান করেছেন। সূর্যকুমার যাদব এই দলের অধিনায়ক। তিনি চার নম্বরে খেলবেন। পাঁচ নম্বরে আপনারা দেখতে পাবেন হার্দিক পান্ডিয়াকে। এরপর দলের ফিনিশার হিসেবে ব্যাট করতে নামবেন রিঙ্কু সিং।
এরপর আসা যাক বোলিং ডিপার্টমেন্টের কথায়। অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে ব্যাট করতে আসবেন অক্ষর প্যাটেল। ৮ নম্বরে দেখা যাবে আর্শদীপ সিংকে। ৯ নম্বরে মহম্মদ সামির কামব্যাক হতে চলেছে। আশা করা হচ্ছে, ১০ নম্বরে হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হতে পারে। ১১ নম্বরে খেলবেন স্পিনার বরুণ চক্রবর্তী। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও বরুণ দুর্দান্ত পারফরম্যান্স করছেন।
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, মহম্মদ সামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
এবার ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে আলোচনা করা যাক। ব্রিটিশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। কিন্তু, উইকেটকিপার হিসেবে থাকবেন ফিল সল্ট। দুজনকেই ওপেন করতে দেখা যাবে। ৩ নম্বরে হ্যারি ব্রুক, ৪ নম্বরে জেমি স্মিথ, ৫ নম্বরে জেকব বেথেল, ৬-য়ে লিয়াম লিভিংস্টোন খেলবেন বলে আশা করা যেতে পারে। বোলিংয়ে দলের দুই স্পিনার হিসেবে থাকবেন আদিল রশিদ এবং রেহান আহমেদ। এছাড়া পেসার ব্রাইডেন কার্স, জোফ্রা আর্চার এবং মার্ক উড তো থাকবেনই।