শেষ আপডেট: 6th February 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে ব্রিটিশদের ব্যাটিং শেষ হয়ে গিয়েছে। এই ম্যাচে ইংরেজরা আড়াইশো রানের চৌকাঠও স্পর্শ করতে পারল না। মাত্র ২৪৮ রানে তারা অলআউট হয়ে যায়।
এই ম্যাচে ভারতীয় বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। ডেবিউ ম্যাচে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করলেন হর্ষিত রানা। জসপ্রীত বুমরাহের চোট থাকার কারণে হর্ষিত এই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, একদিনের ক্রিকেটে কামব্যাক ম্যাচে একটি উইকেট পেলেন মহম্মদ সামি এবং কুলদীপ যাদব।
এছাড়া আরও একবার নিজের জাত চেনালেন রবীন্দ্র জাদেজা। কেন এই অলরাউন্ডারকে 'স্যার' বলে সম্বোধন করা হয়, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন। হর্ষিতের পাশাপাশি তিনিও তিনটে উইকেট শিকার করেছেন। এছাড়া একটি উইকেট শিকার করলেন অক্ষর প্যাটেল। তবে হার্দিক পান্ডিয়া ৭ ওভার বল করলেও কোনও উইকেট শিকার করতে পারেননি।
এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্রিটিশ ব্যাটারদের মধ্যে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক জস বাটলার (৫২) এবং জেকব বেথেল (৫১)। দলের বাকিরা আর কেউই সেভাবে নজর কাড়তে পারলেন না। তবে ইংল্যান্ডের ইনিংসকে বড় ধাক্কা দেয় ফিল সল্টের (৪৩) রান আউট। একটা দূর্ভাগ্যজনক রান আউটের কারণে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। সল্ট এই উইকেটে থাকলে অবশ্যই ইংল্যান্ডের স্কোর ৩০০ ক্রস করে যেত।
এবার টিম ইন্ডিয়ার ব্যাট করার পালা। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি কেমন হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যেহেতু বিরাট খেলছেন না, তাই আশা করা হচ্ছে শুভমান গিল এই ম্য়াচে তিন নম্বরে ব্যাট করবেন। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। তবে যাবতীয় প্রশ্নের জবাব পেতে আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে।