শেষ আপডেট: 19th February 2025 13:20
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০ ফেব্রুয়ারি টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। ভারত বনাম বাংলাদেশ ম্যাচটা দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। উভয় দলই এই ম্যাচটা জিতে নিজেদের খাতা খুলতে তায়। যদিও এই ম্যাচে বৃষ্টি বাধা সৃষ্টি করতে পারে।
ভারত বনাম বাংলাদেশ ম্যাচে বৃষ্টির যথেষ্ট চোখরাঙানি রয়েছে। অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত খবর অনুসারে, আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে ম্যাচের দিন ৩৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৪৮ শতাংশ। অন্যদিকে, প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বৃহস্পতিবার সারাদিনই দুবাইয়ের আকাশে কালো মেঘের আনাগোনা থাকবে বলে মনে করা হচ্ছে। ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা করা যাক। এই উইকেটে সাধারণত জোরে বোলাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ছবিটা বদলাতে পারে। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটো নতুন উইকেট তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে, এই নতুন উইকেটেই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের আয়োজন করা হবে। তবে এই স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার রেকর্ড যথেষ্ট ভাল। ১৫ একদিনের ম্যাচের মধ্যে ১০ ম্যাচে জয়লাভ করেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, মেহমুদউল্লাহ, জাকের আলি, মেহদি হাসান মিরাজ, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হুসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা।