শেষ আপডেট: 19th February 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: হাতের যাবতীয় কাজ সেরা ফেলুন। ভারতীয় ক্রিকেট দলের সমর্থক হলে আপনি আগামী ২০ ফেব্রুয়ারি অফিসে ছুটিও অ্যাপ্লাই করে দিতে পারেন। আগামী বৃহস্পতিবার বেলা আড়াইটে থেকে টিভির সামনে থেকে আর উঠতে পারবেন না। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে রোহিত ব্রিগেড। খাতায়-কলমে বিপক্ষ দল কিছুটা দুর্বল হলেও, টিম ইন্ডিয়া অবশ্য প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে চাইবে। অধিনায়ক রোহিত শর্মা খুব ভাল করেই জানেন, একটা ভুল পদক্ষেপ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্ন চুরমার করে দিতে পারে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। দুবাইয়ের উইকেট তুলনামূলকভাবে কিছুটা ধীরগতির হয়ে থাকে। সেকারণে এই উইকেটে ব্যাটারদের কাজটা খুব একটা সহজ হয় না।
বরং এই উইকেটে স্পিনাররা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে থাকেন। পাশাপাশি পেস বোলাররাও যথেষ্ট সাহায্য পান। সম্প্রতি দুবাইয়ে আইএলটি২০ লিগ আয়োজন করা হয়েছিল। সেখানেও খুব বেশি চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়নি। মোদ্দা কথা, দুবাইয়ের এই উইকেটে রানের বন্যা নাও দেখা যেতে পারে। প্রত্যেকটা রান নেওয়ার জন্য ব্যাটারদের যথেষ্ট লড়াই করতে হবে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত মোট ৫৮ ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে যে দল প্রথমে ব্যাট করেছে, তারা ২২ ম্যাচে জয়লাভ করেছে। আর ৩৪ ম্যাচে জয়লাভ করেছে রান তাড়া করেছে। যদি এই পরিসংখ্যানের কথা মাথায় রাখা যায়, তাহলে টিম ইন্ডিয়া টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। এই উইকেটে প্রথম ইনিংসের গড় স্কোর ২১৮ এবং দ্বিতীয় ইনিংসে ১৯২। ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড এই উইকেটে ৩৫৫ রান করেছিল। এটাই আপাতত এই উইকেটে সর্বাধিক রান।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার স্কোয়াডে মোট ৫ স্পিনারকে সুযোগ দেওয়া হয়েছে। কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর পাশাপাশি অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে দলে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেটে যদি স্পিনাররা অ্যাডভান্টেজ পান, তাহলে টিম ইন্ডিয়ার পক্ষে বাংলাদেশকে হারানো যথেষ্ট সহজ হবে।