ম্যাচ শুরুর আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া
শেষ আপডেট: 20 February 2025 08:18
দ্য ওয়াল ব্য়ুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে তাদের বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে। রোহিত শর্মার নেতৃত্বে এই ম্যাচটা জিতেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে চায়। আর সেকারণেই অধিনায়ক রোহিত এবং কোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন।
এই টুর্নামেন্টে চোটের কারণে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। এই পরিস্থিতিতে মহম্মদ সামি সতীর্থ পেসার কে হবেন, তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। এই দৌড়ে নাম রয়েছে আর্শদীপ সিং এবং হর্ষিত রানার। এই দুজনের মধ্যে কোচ গৌতম গম্ভীর কাকে বেছে নেন, সেদিকেই সকলের নজর থাকবে।
চোট সারিয়ে ভারতীয় ক্রিকেট দলে আবারও কামব্য়াক করেছেন মহম্মদ সামি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্য়েকটা ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে যে তাঁর জায়গা পাকা, এমনটাই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে, দ্বিতীয় পেস বোলার হিসেবে আর্শদীপ সিং কিংবা হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হতে পারে। তৃতীয় জোরে বোলার হিসেবে তো থাকছেনই হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, আর্শদীপ সিংকেই খেলানো হতে পারে। সেক্ষেত্রে হর্ষিতকে হয়ত রিজার্ভ বেঞ্চে বসতে হবে।
২০২২ সালে ভারতের ওয়ানডে স্কোয়াডে ডেবিউ হয়েছিল আর্শদীপ সিংয়ের। এখনও পর্যন্ত তিনি ৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন। শিকার করেছেন ১৪ উইকেট। এছাড়া টি-২০ ক্রিকেটেও তিনি যথেষ্ট ভাল বোলিং পারফরম্যান্স করেন। ২০২৪ সালে তাঁকে আইসিসি-র পক্ষ থেকে ক্রিকেটার অফ দ্য ইয়ারের খেতাবও দেওয়া হয়েছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ানডে সিরিজে ডেবিউ করেছেন হর্ষিত রানা। কোচ গম্ভীর তাঁর উপরে যথেষ্ট ভরসা রেখেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলেছিলেন তিনি। এখনও পর্যন্ত হর্ষিত ৩ ওয়ানডে ম্যাচে মোট ৬ উইকেট শিকার করেছেন।