শেষ আপডেট: 4th March 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছে। ভারতীয় স্পিন আক্রমণের সামনে ক্যাঙারু ব্যাটারদের কার্যত দিশেহারা দেখাচ্ছে। স্টিভ স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররা ভারতীয় স্পিনারদের সামনে নাকানি-চোবানি খাচ্ছেন।
কিন্তু, এই গুরুত্বপূর্ণ ম্য়াচে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে একেবারেই ফ্যাকাসে দেখাচ্ছে। এখনও পর্যন্ত তিনি একটাও উইকেট শিকার করতে পারেননি। পাশাপাশি, ফিল্ডিংয়েও তিনি এমন ভুল করছেন, যা একেবারে মেনে নেওয়া যায় না। ম্যাচ চলাকালীন কুলদীপ এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন, যা দেখে রোহিত শর্মা এবং বিরাট কোহলি রেগে গেলেন।
আসলে হয়েছে কী, কুলদীপ যাদবের বলে স্টিভ স্মিথ বাউন্ডারি লাইনের দিকে শট মেরেছিলেন। সেখানে বিরাট কোহলি দুর্দান্ত ফিল্ডিং করেন। বলটা ধরতে না ধরতেই তিনি কুলদীপের দিকে ছুঁড়ে দেন। কোহলির এই দুর্দান্ত ফিল্ডিং দেখে ক্যাঙারু ব্যাটাররা দ্বিতীয় রান নেওয়ার সাহস দেখাননি। কিন্তু বিরাট যখন কুলদীপের দিকে বলটা ছুঁড়েছিলেন, সেইসময় এই ভারতীয় বোলার বলটা ধরার পরিবর্তে হাতটা পিছনের দিকে সরিয়ে নেন।
কুলদীপের এমন ফিল্ডিং দেখে বিরাট কোহলি রেগে আগুন হয়ে যান। তিনি বাউন্ডারি লাইন থেকে এই ভারতীয় স্পিনারকে যা নয় তাই বলতে শুরু করেন। অন্যদিকে, কুলদীপের ছেড়ে দেওয়া বলটা ধরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনিও এই ভারতীয় বোলারের 'ক্লাস' নিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে।
Virat Kohli and Rohit Sharma turned up the heat(gaali rituals) on Kuldeep yadav for missing the ball???? pic.twitter.com/2dfMB26hM8
— Fenil Kothari (@fenilkothari) March 4, 2025
শেষপর্যন্ত ২৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। এটা খুব একটা বড় স্কোর না হলেও, টিম ইন্ডিয়াকে যথেষ্ট চাপে রাখবে। এই উইকেটে রান এলেও, রানের বন্যা দেখা গেল না। স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পেয়েছে। তবে ভারতকে এই ম্য়াচটা জিততে হলে দলের টপ অর্ডারের উপর ভরসা রাখতেই হবে।
অজি ইনিংসকে কিছুটা হলেও বাঁধার চেষ্টা করেছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ। কিন্তু, সামি তাঁর উইকেট শিকারের পরই বাকি ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। স্মিথ এবং ক্যারি একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন।
যদিও শুরুর দিকে আক্রমণের রাস্তা ধরেছিলেন ট্রাভিস হেড। কিন্তু, বরুণ চক্রবর্তী তাঁর উইকেট শিকার করতেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা দুশ্চিন্তামুক্ত হয়। মোটের উপর, ভারতীয় স্পিনাররা এই ম্য়াচে যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছেন। এবার ভারতীয় ব্যাটাররা কীভাবে এই রানটা তাড়া করে সেটাই দেখার।