শেষ আপডেট: 30th January 2025 15:33
দ্য ওয়াল ব্যুরো: কথায় আর কাজে মিলছে না। ক্যামেরার ছবির সঙ্গে বাস্তবের ছবি মিশ খাচ্ছে না। আর এই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর কাজকর্ম দেখে মাথায় হাত আইসিসির।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বরাত পেয়েছে পাকিস্তান। পাশাপাশি দুবাইতেও ভারতের খেলাগুলি অনুষ্ঠিত হবে। দুবাইয়ের স্টেডিয়াম নিয়ে কোনও অসুবিধে না থাকলেও বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে পিসিবির আয়োজন। তাদের তরফে দেশের স্টেডিয়াম মেরামতির কাজ সম্পূর্ণ হওয়ার পথে—মুখে একথা বললেও সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি বলছে তার উল্টো কথা। দেখা যাচ্ছে, বেশ কিছু মাঠে দর্শকাসন এখনও ঠিকভাবে বসানো হয়নি। আদ্যন্ত হতশ্রী দশা। এই পরিস্থিতিতে নির্ধারিত ডেডলাইনের আগে সবকিছু সেরে ফেলা এক অর্থে ‘অসম্ভব’ বলে দাবি পাক বোর্ডের একাংশের।
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, তারা ৩১ জানুয়ারির মধ্যে সব কাজ সেরে ফেলবে। কিন্তু যা অবস্থা, তাতে কোনও স্টেডিয়ামই আপাতত ম্যাচ আয়োজনের অবস্থায় নেই। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। তার আগে ৮ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান সহ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে বসতে চলেছে ত্রিদেশীয় সিরিজের আসর। হাতে সময় কম। এর মধ্যে স্টেডিয়াম সারাই কবে হবে, কীভাবে হবে জানে না কেউই।
অন্যদিকে সংবাদসংস্থা পিটিআই সূত্রে দাবি করা হচ্ছে, ডেডলাইনের আগে পাক বোর্ড দেশের স্টেডিয়ামগুলিকে একটা মোটামুটি চেহারা দিতে পারবে ঠিকই। কিন্তু তার আগে আগ বাড়িয়ে বহুবার তারা দাবি করে এসেছে, এবারের চ্যাম্পিয়ন্স লিগে চোখধাঁধানো ব্যবস্থাপনা উপহার দিতে চলেছে। দর্শকেরা আরামদায়কভাবে ও বিলাসীতার সঙ্গে মাঠের লড়াই উপভোগ করবেন। এই জাতীয় দাবি যে আদতে ফাঁকা আওয়াজ ছিল—সে কথা একবাক্যে সকলে স্বীকার করছেন।