শেষ আপডেট: 23rd February 2025 19:28
দ্য ওয়াল ব্যুরো: তাঁদের দুজনের নামের মধ্যেই ‘উল-হক’ রয়েছে। ফারাক শুধু গোড়ার শব্দে। একজন ‘ইনজামাম’ (Inzamam-Ul-Haq)। অন্যজন ‘ইমাম’ (Imam-Ul-Haq)। প্রথম জন তো আগেই অবসর নিয়েছেন। একদা শুধু পাকিস্তান (Pakistan) নয়, বিশ্বক্রিকেটের সবচেয়ে নান্দনিক মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন ইনজামাম-উল-হক। কিন্তু শুধুমাত্র ব্যাটিং শৈলী কিংবা মাঠের চারধারে চার, ছয় হাঁকানোর সুবাদে ক্রিকেট মহলে নাম করেননি ‘ইঞ্জি’। হাস্যকরভাবে রান আউট হওয়ার সুবাদেও খবরের শিরোনামে এসেছিলেন। একবার, দুবার নয়। বহুবার। তাঁরই উত্তরসূরী, সম্পর্কে ভাইপো ইমাম, এবার বিদ্রূপের নিশানায়। বিষয় সেই রান আউট!
কারণ ইঞ্জির স্মৃতিই ক্রিকেট অনুরাগীদের স্মৃতিতে ফিরে এসেছে আজ, দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যখন অক্ষর প্যাটেলের ছোড়া থ্রোয়ে আউট হলেন ইমাম-উল-হক। ভাল শুরু করেও উইকেট খুইয়ে এলেন তিনি। স্রেফ নিজের দোষে। মিড অনে শট মারার পর সিঙ্গল নিতে দৌড় লাগান ইমাম। বল তখন অক্ষর প্যাটেলের হাতে। আর সেই বল হাতে আসামাত্র জোরালো থ্রো করেন তিনি। ইমাম ততক্ষণে নন স্ট্রাইকার এন্ডের কাছাকাছি এসে পৌঁছেছেন। অথচ তাঁর দৌড়ের মধ্যে সেই ব্যাগ্রতা ধরা পড়েনি। অত্যন্ত হাল্কা চালেই ছুটে আসছিলেন তিনি। ফলে অক্ষরের থ্রো উইকেটে লাগার আগে ইমাম ক্রিজে পৌঁছতে পারেননি।
আর এরপরই সোশ্যাল মিডিয়ায় ইনজামাম ও ইমামকে নিয়ে শুরু হয় রঙ্গ রসিকতা। ছড়িয়ে পড়ে মিম। একজন লেখেন: ‘যার নাম ইমাম-উল-হক, তাকে তো রান আউট হতেই হবে!’
????????????????????????????????! ????????
— Star Sports (@StarSportsIndia) February 23, 2025
Axar Patel with a stunning direct hit and Imam-ul-Haq is caught short! A moment of brilliance in the #GreatestRivalry—can Pakistan recover from this setback? ????????#ChampionsTrophyOnJioStar ???? ???????? ???? ???????? | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star… pic.twitter.com/vkrBMgrxTi
Jiska naam Imam-Ul-Haq ho usey toh run out hona hi tha pic.twitter.com/buHiCIeqww
— Kuldeep Mishra / sardar (@kuldeepmishra) February 23, 2025
উল্লেখ্য, ৯০ রানে ২ উইকেট খুইয়ে রীতিমতো চাপে রয়েছে পাকিস্তান। ২৩ ওভার খেলা হয়েছে। আউট হয়েছেন বাবর আজম, ইমাম-উল-হক। ব্যাট করছেন সাউদ সাকিল ও মহম্মদ রিজওয়ান। এই ম্যাচে ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় কার্যত নিশ্চিত পাকিস্তানের। তাদের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া দুবাইয়ের মাঠে শেষ ম্যাচে নামবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।