Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলি হামলা অব্যাহত, দেশে ফিরতে চান ইরানে পড়তে যাওয়া ভারতীয় ছাত্ররাউত্তরের রেলযাত্রীদের জন্য সুখবর! শনিবার পথচলা শুরু জলপাইগুড়ি-শিয়ালদহ হামসফর এক্সপ্রেসেরযুদ্ধ বলতে গেলে লেগেই গেল, বিস্ফোরণে জ্বলছে তেহরানের বিমানবন্দর, ইজরায়েলকে জবাব ইরানেরওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর
Virat Kohli in Vrindavan

‘এখন ঠিক আছি’, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে করজোড়ে নতজানু বিরাট, নিলেন জীবনের পাঠ

সোমবার টেস্ট ক্রিকেটকে আকস্মিক বিদায় (Virat Kohli Retirement) জানানোর পরদিনই বৃন্দাবনে পৌঁছে যান বিরাট কোহলি। গোটা ক্রিকেটবিশ্ব তখন প্রশ্ন, বিতর্ক আর সংশয়ে সরগরম, প্রতি মুহূর্তে উপচে পড়ছে নিত্যনতুন তত্ত্ব! 

‘এখন ঠিক আছি’, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে করজোড়ে নতজানু বিরাট, নিলেন জীবনের পাঠ

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা

শেষ আপডেট: 14 May 2025 10:00

দ্য ওয়াল ব্যুরো: ‘এবার খুশি তো?’
‘হ্যাঁ। এখন ঠিক আছি।’

প্রশ্নটা করলেন যিনি, তিনি প্রেমানন্দ মহারাজ (Premananda Maharaj)৷ বৃন্দাবনে (Vrindavan) অধিষ্ঠান। আশ্রম গড়ে তুলেছেন। নাম: ‘শ্রীহিত রাধাকেলি কুঞ্জ’। মঙ্গলবার ভরদুপুরে ছাপোষা গাড়িতে সেখানে পা রাখলেন যিনি তাঁর গায়ে সাদা জামা। পরনে ছাইরঙা ট্রাউজার। প্রেমানন্দ সমীপে হাঁটু মুড়ে বসে। পাশে সহধর্মিণী। তাঁরও পরনে আটপৌরে সালোয়ার স্যুট।

মঙ্গলবার দুপুরে এই মূর্তিতেই সস্ত্রীক বিরাটকে (Virat Kohli) আবিষ্কার করল ক্রিকেট দুনিয়া। অবসরের পর প্রথমবার, সস্ত্রীক (Anushka Sharma)।

সোমবার টেস্ট ক্রিকেটকে আকস্মিক বিদায় (Virat Kohli Retirement) জানানোর পরদিনই বৃন্দাবনে পৌঁছে যান বিরাট কোহলি। একদিকে গোটা ক্রিকেটবিশ্ব যখন প্রশ্ন, বিতর্ক আর সংশয়ে সরগরম, প্রতি মুহূর্তে উপচে পড়ছে নিত্যনতুন তত্ত্ব: কেন এখনই সরে দাঁড়ালেন বিরাট? কেন দলকে অন্ধকারে ফেলে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগেই সরে যেতে হল তাঁকে? তিনি স্বেচ্ছায় অপসৃত হলেন? নাকি সরিয়ে দেওয়া হল? এমনই কাঁটাওয়ালা, খোঁচা-মারা প্রশ্নে যখন সরগরম সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই সমস্ত হইহট্টগোল থেকে অনেক দূরে, মিডিয়ার নজর এড়িয়ে বৃন্দাবন যাত্রা করেন বিরুষ্কা (Virushka)। স্পটলাইট থেকে দূরে। সমস্ত বিত্তবাসনার ঊর্ধ্বে—পরনের পোশাক-আশাকে অন্তত তেমনটাই ধরা পড়ল।

তিনি ‘এবার’ প্রসন্ন কি না, জিজ্ঞেস করতেই মাথা নেড়ে ইতিবাচক জবাব দেন বিরাট কোহলি। এরপর প্রেমানন্দ তাঁকে সুখী জীবনযাপনের যে উপদেশ দেন তার মর্মার্থ হচ্ছে: ‘জীবনে সমৃদ্ধির কারণ শুধুই দয়া বা অনুগ্রহ নয়। এটাই পুণ্যের ফল৷ অন্তরের চিন্তার পরিবর্তন আসলে ঈশ্বরের কর্ম। এখন যেমন রয়েছ, সেভাবেই বাঁচবে। সাংসারিক হও৷ কিন্তু অন্তরের চিন্তা যেন বদলে যায়৷ সেখানে যেন যশ, খ্যাতির ভাবনা না আসে। মনের গভীরে যেন এই ভাবনাই ঘুরপাক খায়: প্রভু, জীবনের অনেকটা কাটিয়ে ফেললাম৷ এবার আমি শুধু তোমায় চাই।’

কিন্তু কীভাবে এই চিন্তা অর্জন করা সম্ভব? তাই হাতজোড় করে থাকা অনুষ্কা প্রশ্ন ছিল: ‘প্রভু, নামজপ করেই কি সব হয়ে যাবে?’

উত্তরে প্রেমানন্দর উপদেশ, ‘একেবারেই তাই। আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমায় বলছি। তবে জপের সংখ্যা নয়, অনুরাগে ধ্যান দাও।’

উল্লেখ্য, এর আগে চলতি বছরের গোড়ায় প্রেমানন্দের আশ্রমে যান কোহলি, অনুষ্কা। সঙ্গে ছিলেন তাঁদের দুই সন্তানও৷ দু'বছর আগের গন্তব্য ছিল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির। এ ছাড়া উত্তরাখণ্ডের কাঞ্চিধামের নিম কারোলি বাবার আশ্রমেও জীবনের পাঠ নিতে দেখা যায় এই দম্পতিকে।


ভিডিও স্টোরি