শেষ আপডেট: 22nd January 2025 13:13
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি প্রয়াগরাজের মহাকুম্ভে আইআইটি বাবা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন। দাবি করেছেন, তিনি নাকি আইআইটি বম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। আসল নাম অভয় সিং। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি দাবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর এবার তিনি এমন একটি মন্তব্য করেছে, যা শোনার পর থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা নিজেদের মাথা চুলকোতে শুরু করেছেন।
সম্প্রতি আইআইটি বাবা-র আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছিলেন যে ক্রিকেট খেলা দেখেন কি না। জবাবে তিনি দৃপ্ত কণ্ঠে জানান, খেলা শুধু যে দেখেন তা নয়, ভারতকে তিনি ম্য়াচও জিতেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে 'বাবা' দাবি করেছেন যে তিনি নাকি ভারতীয় ক্রিকেট দলকে টি-২০ বিশ্বকাপের খেতাব জিতিয়েছেন। তাঁর কথায়, 'আমিই রোহিত শর্মাকে বারংবার বলছিলাম যে হার্দিককে বল করতে দাও। কিন্তু, রোহিত কিছুতেই তাঁর কথা শুনছিলেন না।'
This Nashedi IIT Baba claims he made India win T20 World Cup ????
— ????Che_ಕೃಷ್ಣ????????????❤️ (@ChekrishnaCk) January 21, 2025
And he even explains how he did it.
Watch it. pic.twitter.com/IgiAwYzepZ
ইতিপূর্বে শোনা গিয়েছিল, অভয় সিংয়ের জুনা আখড়ার শিবির ও তার আশপাশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, তিনি তাঁর গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন। জুনা আখড়ার এক সদস্য জানান, অভয় সিং আদৌ তাঁদের সঙ্গে যুক্তই ছিলেন না। সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওই সদস্য বলেন, 'অভয় আদৌ সাধু নন, ভবঘুরে। টিভিতে যা খুশি বলতেন। তাঁকে বের করে দেওয়া হয়েছে।' অভয় সিংয়ের শিষ্যত্ব সম্পর্কেও প্রশ্ন উঠেছে। দাবি করা হয়েছে, তিনি কারও শিষ্যও ছিলেন না।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভয় সিং সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন যে ওই আখড়ার সদস্যরা নাকি তাঁকে পছন্দ করতে না। আর তাই একসঙ্গে থাকতেও চাইতেন না। শেষপর্যন্ত তিনি নিজেই আখড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।