Latest News

ছয় বলে ছটি ছক্কা, যুবরাজদের ক্লাবে নাম লেখালেন ইফতিকার, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সালে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় বলে ছ’টি ছক্কা (6 Sixes) মেরে ইতিহাস তৈরি করেছিলেন যুবরাজ সিং। সেই ইতিহাসের খাতায় নাম লেখালেন পাকিস্তানের ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি প্রদর্শনী ম্যাচে রবিবার ৬, ৬, ৬, ৬, ৬, ৬… মেরে নজির গড়লেন।

পিএসএল-এর এই প্রদর্শনী ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের। পেশোয়ারের অধিনায়ক বাবর আজম টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কোয়েট্টা হয়ে ব্যাট করেন ইফতিকার। শেষ ওভারে ওয়াহাব রিয়াজকে ছয় ছক্কা মারেন তিনি।

১৯ ওভার শেষে কোয়েট্টার রান ছিল ১৪৮। কিন্তু শেষ ওভারে বাবরের সব কষা ছক একাই বানচাল করে দেন ইফতিকার। ২০ ওভার শেষে কোয়েট্টা তোলে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান। ৫০ বলে ৯৪ রানে অপরাজিত ইনিংস খেলেন ইফতিকার।

পাক তারকার এই কীর্তিতে মজে বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ২০০৭ সালে যুবরাজ ছয় ছক্কা মেরেছিলেন ইংরেজ পেসার স্টুয়ার্ড ব্রডকে। সেদিন যেমন ইংরেজ তারকাকে যুবরাজের সামনে পড়ে অসহায় দেখিয়েছিল, তেমনই আজ রিয়াজের মুখে ছিল বিষণ্ণতার ছায়া। আর হাসতে হাসতে মাঠ ছাড়লেন ইফতিকার আহমেদ।

You might also like