শেষ আপডেট: 7th March 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আপাতত দরজায় কড়া নাড়ছে। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজিল্যান্ড দ্বিতীয়বার এই ট্রফি জিততে চায়। ২০০০ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল কিউয়ি ব্রিদেড।
যদিও সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তাও কে বলতে পারে যে রবিবাসরীয় ফাইনাল ম্যাচের ফলাফল টাই হবে না? অবিশ্বাস্য হলেও কিন্তু এমন ফলাফল একেবারে অসম্ভব নয়। আপনাদের অনেকেরই হয়ত মনে আছে, ২০১৯ সালে আয়োজিত বিশ্বকাপ ফাইনাল ম্যাচটাও টাই হয়েছিল। শেষপর্যন্ত, নিউজিল্যান্ডকে বাউন্ডারির বিচারে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়। এই পরিস্থিতিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিও যদি টাই হয়, তাহলে কোন দলের হাতে উঠবে খেতাব? আসুন, সেটাই দেখে নেওয়া যাক।
কোনও কারণে যদি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। ২০১৯ সালে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের অস্বস্তিকর বিতর্ক এড়াতেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুটো দলই ৫০ ওভারে সমান রান করে। এরপর সুপার ওভারেও তারা সমান রান করেছিল। শেষপর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দল বেশি বাউন্ডারি মারার কারণে তাদেরই জয়ী দল হিসেবে ঘোষণা করা হয়।
কিন্তু, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই নিয়মটা বদলানো হচ্ছে। যদি প্রথম সুপার ওভারে ম্যাচ ভাগ্য নির্ধারণ না হয়, সেক্ষেত্রে একাধিক সুপার ওভারের আয়োজন করা হবে। মোদ্দা কথা, যতক্ষণ না পর্যন্ত এই ম্যাচে কোনও ফলাফল নির্ধারিত হচ্ছে, ততক্ষণ ধরে সুপার ওভার চলতেই থাকবে। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের ফাইনালে টিম ইন্ডিয়া যে ফেভারিট, সেটা আলাদা করে উল্লেখ করার দরকার নেই। তারা এখনও পর্যন্ত টানা ৭ ওয়ানডে ম্যাচে জয়লাভ করেছে। এমনকী, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেও তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে। পাশাপাশি ফাইনাল ম্যাচটা দুবাইয়ে যেহেতু খেলা হবে, সেকারণে টিম ইন্ডিয়াকে উইকেটের চরিত্র নিয়েও খুব বেশি মাথা ঘামাতে হবে না।