ওয়াসিম আক্রম
শেষ আপডেট: 11th March 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: দুবাইয়ের বদলে পাকিস্তান কেন, বিশ্বের যে কোনও জায়গায় খেলা হলেও জিতত ভারত। ভেন্যু-বিতর্কে জল ঢেলে ঘোষণা করলেন ওয়াসিম আক্রম।
সদ্যসমাপ্ত আইসিসি টুর্নামেন্ট জিতেছে টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের জয়ের উৎসবে কালি ছিটিয়েছে দুবাইয়ে খেলা সংক্রান্ত আকচা-আকচি। শুরু করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। সেখান থেকে বাকি দল, প্রাক্তন ও বর্তমান মিলিয়ে একাধিক ক্রিকেটার—ডেভিড মিলার থেকে প্যাট কামিন্স সকলে বলতে শুরু করেন, সূচি ও ভেন্যু নিয়ে আইসিসির থেকে অনৈতিক সুবিধা পেয়েছেন রোহিতরা। যেহেতু পাকিস্তানের তিন শহরে ঘুরে ঘুরে খেলতে হয়নি, তাই যথেষ্ট বিশ্রাম পেয়েছে ভারতীয় দল। চাঙ্গা হয়ে খেলতে নেমেছে। শুধু তাই নয়। দুবাইয়ের পরিবেশ ও পিচের চরিত্রের সঙ্গে ধাতস্থ হওয়ার সুবাদে নিয়েছে অনৈতিক অ্যাডভান্টেজও।
পাকিস্তানি মিডিয়া এবং প্রাক্তন ক্রিকেটারদের অনেকে ভারতের বিরুদ্ধে সুর চড়ালেও তাতে একমত নন প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। শুধু ক্লিনচিট নয়, টিম ইন্ডিয়ার বন্দনা গেয়ে তিনি জানিয়েছেন, পৃথিবীর যে কোনও স্টেডিয়ামে খেলা হলেও বিরাটরাই চ্যাম্পিয়ন হতেন।
আক্রম বলেন, ‘এই ভারতীয় ক্রিকেট দুনিয়ার যে কোনও প্রান্তে জেতার ক্ষমতা রাখে। ভারত দুবাইয়ে তাদের সমস্ত ম্যাচ খেলবে জানার পর প্রচুর কথা উঠেছে ঠিকই। কিন্তু পাকিস্তানে খেললেও ফল আলাদা কিছুই হত না, জিতত তারাই।‘
কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়াসিম বলেন, ‘ওরা ২০২৪-এ একটিও ম্যাচ না হেরে টি-২০ বিশ্বকাপ জিতেছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতল একইভাবে। এটাই বুঝিয়ে দেয় ভারতীয় দলের গভীরতা কতখানি।‘
টুর্নামেন্টে আসার আগে টিম ইন্ডিয়া যে ব্যাপক চাপে ছিল, তাও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন পাক পেসার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০-তে টেস্ট সিরিজ দুরমুশ হওয়া তো রয়েইছে। পাশাপাশি বর্ডার-গাভাসকার ট্রফি, শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজও হেরেছিল হেরেছিল গম্ভীর ব্রিগেড। কোচ ও অধিনায়ককে সরানোর জন্য চাপ আসছিল অহরহ। কিন্তু বিসিসিআই আস্থা রাখে গম্ভীর-রোহিত জুটির উপর। যার সুফল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। বিশ্লেষণ আক্রমের।