শেষ আপডেট: 3rd January 2024 14:52
দ্য ওয়াল ব্যুরো: একটা করে বিশ্বকাপ যাচ্ছে, আবার আরও একটা চলে আসছে। এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করল আইসিসি। ১৯ জানুয়ারি থেকে শুরু মেগা আসর।
প্রথমদিনেই খেলতে নামবে আয়ারল্যান্ড ও আমেরিকা। একই দিনে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের প্রথম ম্যাচ ২০ জানুয়ারি। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। ২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। মেগা ফাইনাল হবে বেনোনিতে। মোট ১৬টি দল ৫ টি ভেন্যুতে মোট ৪১টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে।
A brand new format in the ICC U19 Men's Cricket World Cup 2024 for the next generation to showcase their talent ????#U19WorldCup pic.twitter.com/nKQAZf92xr
— ICC Cricket World Cup (@cricketworldcup) December 11, 2023
ব্লুমফন্টেনের মানগাউং ওভালে প্রথম ম্যাচেই ভারতের সামনে বাংলাদেশ। এবার অবশ্য ১৬ দলের আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে আইসিসি, এরপরই সে দেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয় টুর্নামেন্ট।
ভারত রয়েছে ‘এ’ গ্রুপে, পাশাপাশি রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং আমেরিকা। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠবে পরের পর্ব সুপার সিক্স-এ। সেখানে ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আমেরিকা
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল