Latest News

টোয়েন্টি ২০ বিশ্বকাপে মনোবিদের দরকার কেন, জানাল আইসিসি

দ্য ওয়াল ব্যুরো: প্রায় তিনবছরের মাথায় এসে চোখ খুলল ক্রীড়া দুনিয়ার। করোনাভাইরাসের (Covid) কারণে বায়োবাবলে থাকার জন্য যে মানসিক হতাশার উদ্বেগ হয়, তা কাটাতে আইসিসি (ICC) ভাবছে মনোবিদ নিয়োগের কথা।

আগামী টোয়েন্টি ২০ বিশ্বকাপ থেকেই এই নিয়ম বলবৎ হবে। এমনই একটি খবর সম্প্রতি দিনের আলো দেখেছে। বায়োবাবলে দীর্ঘদিন ক্রিকেটারদের বন্দিদশায় কাটাতে হয়, তাতে মানসিক হতাশা আসে। যা কিনা নয়া বাস্তবতা। আইসিসি চাইছে মনোবিদ নিয়োগ করে ক্রিকেটারদের চাপ কমাতে।

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস মানসিক চাপের জন্য স্বেচ্ছা নির্বাসনে চলে গিয়েছেন। আইপিএলের মঞ্চ ছেড়ে সম্প্রতি চলে গিয়েছেন পাঞ্জাব কিংসের তারকা ক্রিস গেইলও।

১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহীতে ১৬ দলের বিশ্বকাপ শুরু হচ্ছে। করোনা ঝুঁকি এড়াতে ক্রিকেটারদের বায়োবাবলের মধ্যে রাখা হবে পুরো টুর্নামেন্টেই। তাদের চলাফেরা থাকবে কেবল হোটেল আর মাঠের মধ্যে সীমাবদ্ধ।

আরও পড়ুন: অবিশ্বাস্য! মোট ১৬ বার ব্যালন ডি’অর তালিকায় রোনাল্ডো, এবার ফেভারিট মেসিই

এতে করে অনেক ক্রিকেটারের মানসিক অবসাদ দেখা দিতে পারে, আগেভাগেই সেই বিষয়ে সতর্ক আইসিসি। আইসিসির জৈব নিরাপত্তা বিষয়ক প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, ‘‘কয়েকজন আক্রান্ত হতে পারেন মানসিক অবসাদে, তেমনই একটি রিপোর্ট পেয়েছি আমরা। অনেকেই তো দীর্ঘ সময় এটার মধ্য দিয়ে যাচ্ছে। আবারও বদ্ধ পরিবেশে ঢুকে তাদের অনেকের মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই এই ব্যবস্থা আমরা নিতে চলেছি।’’

তিনি আরও জানিয়েছেন, ‘‘এমন যদি কারও হয়, কোনও ক্রিকেটারের জন্য মানসিক সহায়তার প্রয়োজন হয়, সে বিষয়টি মাথায় রেখে আইসিসি তাদের আশেপাশে মনোবিদের ব্যবস্থা রাখবে।’’

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

 

You might also like