
ধোনি ৪০, শুভেচ্ছায় আইসিসি জানাল সেরা অধিনায়ক, ভারতীয় বোর্ডের বার্তা, ‘সবার অনুপ্রেরণা’
এম এস ধোনির ৪০তম জন্মদিনে সব ক্রিকেটাররাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। যাঁরা তাঁর সঙ্গে খেলেননি, তাঁরাও পাঠিয়েছেন নানা ধরনের বার্তা। তবে আইসিসি-র মতো বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা তাদের বার্তায় ধোনি নিয়ে লিখেছে, সেরা অধিনায়ক। আসলে তাঁর হয়ে পরিসংখ্যানই সব বলেছে, তাই তাঁকে সেরা বলা ছাড়া উপায়ও নেই।
A legend and an inspiration! 🙌 🙌
Here's wishing former #TeamIndia captain @msdhoni a very happy birthday. 🎂 👏#HappyBirthdayDhoni pic.twitter.com/QFsEUB3BdV
— BCCI (@BCCI) July 6, 2021
ভারতীয় ক্রিকেট বোর্ড আবার জানিয়েছে, ধোনি হলেন কিংবদন্তি, সকলের প্রেরণা। টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় মাহির সঙ্গে ২০১১ বিশ্বকাপ জয়ের ছবি পোস্ট করলেন। শুধু লিখেছেন, ‘শুভ জন্মদিন স্কিপ।’ ভারতের দুই কিংবদন্তির এই ছবি মন কেড়েছে নেটিজেনদের। ধোনির কাছের বন্ধু তথা টিম ইন্ডিয়ার অন্যতম প্রিয় সতীর্থ সুরেশ রায়নাও এদিন মাহিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। রায়নার টুইট, ‘‘তুমি আমার বন্ধু, দাদা, মেন্টর। একজনের পক্ষে যা যা দেওয়া সম্ভব, সবটাই তুমি আমাকে দিয়েছ। ঈশ্বরের কাছে তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করি।”
🔹 2007 @T20WorldCup winner 🏆
🔹 2011 @cricketworldcup winner 🥇
🔹 2013 ICC Champions Trophy winner 🙌
🔹 17,266 runs in international cricket 🏏A very happy birthday to one of India's greatest captains, @msdhoni 🎂 pic.twitter.com/lqASS3BGkd
— ICC (@ICC) July 7, 2021
মজার টুইটে ধোনিকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। তাঁর বক্তব্য, “মহেন্দ্র কথার অর্থ আকাশের রাজা। ধোনি আকাশে বড় বড় ছক্কা হাঁকিয়ে আকাশকে তো খুশি করেইছে। মাটির উপর এতো মানুষের ভালবাসা অর্জন করে মাটিকেও খুশি করেছে। এই ধরনের ক্রিকেটার এক যুগে একবারই আসে।”
এঁরা ছাড়াও ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষণ, শ্রেয়স আইয়ার, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ কাইফরা। এমনকি আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের সতীর্থরা, এমনকি ধোনির সঙ্গে খেলেননি, এমন বহু তারকা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।