
টোয়েন্টি ২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১২ কোটি, নয়া নিয়মে হবে মেগা ইভেন্ট
আইসিসির তরফে এদিন জানানো হয়েছে, বিশ্বকাপের বিজয়ী দল পাবে ১২ কোটি টাকা। রানার্স দল পাবে ৬ কোটি। বিশ্বকাপের জন্য ৪৫ কোটি টাকারও বেশি পুরস্কারমূল্য বরাদ্দ করেছে আইসিসি। প্রতিটি ধাপে দলগুলি অর্থ পেতে থাকবে।
সুপার ১২ পর্বে প্রতিটি ম্যাচে বিজয়ী দলকে আলাদা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এছাড়া সুপার ১২ পর্ব থেকে যে দলগুলি ছিটকে যাবে, তারা প্রত্যেকে পাবে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ লক্ষ টাকা করে।
প্রথম রাউন্ডের ম্যাচগুলির বিজয়ী দলের জন্যেও থাকছে আর্থিক পুরস্কারের সুবিধা। সেখানে প্রত্যেক বিজয়ী দল সুপার ১২-এর মতোই ৩০ লক্ষ টাকা করে পাবে। যে চারটি দল সেই পর্ব থেকে ছিটকে যাবে, তারাও প্রত্যেকে সম পরিমাণ অর্থ পাবে। ২০১৬ বিশ্বকাপেও এই ভাবেই আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল। কিন্তু পরিমান এত বেশি ছিল না।
এদিকে, পুরুষদের টি-২০ বিশ্বকাপে প্রথমবার ব্যবহার হবে ডিআরএস। রবিবার সরকারিভাবে জানিয়েছে আইসিসি। শুধু ডিআরএস ব্যবহার করাই নয়, বদলাচ্ছে নিয়মও। টি-২০ ম্যাচের ক্ষেত্রে সাধারণত একটি মাত্র ডিআরএস ব্যবহার করা যায়। কিন্তু এবার টি-২০ বিশ্বকাপে দুটি করে ডিআরএস পাওয়া যাবে। আইসিসি জানিয়ে দিল, ম্যাচের মাঝামাঝি ১৫০ সেকেন্ডের জলপানের বিরতি নেওয়া যাবে।