শেষ আপডেট: 31st July 2024 18:32
দ্য ওয়াল ব্যুরো: সাধারণ গৃহস্থের বাড়িতে যেমন হয়, তেমনি হয়েছে সরবজ্যোৎ সিংয়ের ক্ষেত্রে। তিনি মঙ্গলবার মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে শুটিংয়ের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। সেই খবরে সারা ভারতে খুশির রেশ। অনেকেই টিভির সামনে ছিলেন, ওই ঘটনার পরে উচ্ছ্বসিত সকলেই।
হরিয়ানার গ্রামে অবশ্য সরবজ্যোতের পরিবার সেই খবর জানত না। তাঁর বাবা জতিন্দর সিং কৃষক, তিনি বাইরে ছিলেন। মা গ্রামে হোম সার্ভিসের কাজ করেন। তিনি ব্যস্ত ছিলেন রান্নার কাজে। তখনই সরবজ্যোৎ প্যারিস থেকে ফোন করে দুপুরে পরিবারের সঙ্গে কথা বলতে চান। কিন্তু মা হরদীপ কাউরকে ফোন ধরে কিছু না শুনেই বলে দেন, ‘‘তুই একটু পরে ফোন কর, আমি এখন ব্যস্ত আছি!’’ সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন এই তরুণ শুটার। এই ঘটনা ঘটেছে প্যারিসে প্রচারমাধ্যমের সামনেই।
সরবজ্যোতের মা তখনও জানতেন না ছেলে কী কীর্তি গড়েছেন, সেই কারণেই তিনি প্রথমে আমল দিতে চাননি। পরে সারা গ্রাম যখন আনন্দে মাতোয়ারা, সেইসময় সম্বিত ফেরে তাঁর। পাল্টা নিজেই ফোন করে কথা বলেন ছেলের সঙ্গে। কথা বলার সময় এতটাই আপ্লুত হয়ে যান যে, চোখের জল বাধ মানেনি।
সরবজ্যোৎ সিং অবশ্য নিজের পারফরম্যান্সে খুশি নন। তিনি পরের লক্ষ্য ধরেছেন লস এঞ্জেলসের অলিম্পিক্সকে। সেই লক্ষ্যে নিজেকে নিবিড় অনুশীলনে ডুবিয়ে দিতে চান তিনি। সরবজ্যোৎ শুরু করেছিলেন ফুটবলার হিসেবে। বছর ১৫ বয়সেও তিনি নিয়মিত ফুটবল খেলতেন গ্রামে। তারপর তাঁকে পিস্তল শুটিংয়ে ভর্তি করে দেন বাবা। সাধারণ ঘরে জন্মেও তিনি এগিয়ে গিয়েছেন রকেটের গতিতে।