Latest News

বিশ্বজয়ী হৃষিতা যেন পাড়ার রানি, চৌকাঠে ফাটানো হল নারকেল, চলছে দেদার মিষ্টিমুখও

দ্য ওয়াল ব্যুরো: রীতিমতো উৎসব চলছে। হাওড়ায় বালিটিকুরি বিবেকানন্দ পল্লীতে সাজো সাজো রব। অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ (World Cup) জয়ে বাংলার হৃষিতা বসুরও (Hrishita Bose) অবদান রয়েছে। তিনিও শেফালি বর্মাদের দলের নামী সদস্য।

যে পাড়ায় বিশ্বসেরা ট্রফি প্রবেশ করেছে, সেখানে উন্মাদনা যে আলাদা হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। তেরঙ্গা বেলুন ও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয় পুরো এলাকা। ঘরে ফিরল যে তাঁদের মেয়ে।

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয়। তারপর সেখান থেকে মুম্বই, আমদাবাদ হয়ে কলকাতায় ফেরা। দমদম বিমানবন্দরেই বোঝা গিয়েছিল, কী পরিমাণ উচ্ছ্বাস ও ভালবাসা অপেক্ষা করে রয়েছে।

এলাকার আট থেকে আশি ভিড় জমান হৃষিতাদের বাড়ির সামনে। পাড়ার মহিলারা নতুন শাড়ি পরে বরণ করেন ঘরের মেয়েকে। একটা মঞ্চ করে সংবর্ধনা জানানো হয়। বাজনা বাজিয়ে, বাজি পুড়িয়ে একেবারে উৎসবের মেজাজে ছিল গোটা এলাকা।

বিমানবন্দর থেকে ইডেন স্পর্শ করে গাড়িতে বালিটিকুরি মোড়ে এসে পায়ে হেঁটে মায়ের সঙ্গে বাড়িতে আসেন হৃষিতা। সঙ্গে ছিলেন প্রচুর মানুষ। বাড়ির চৌকাঠে নারকেল ফাটিয়ে ঘরে ফেরানো হয় দলের নামী তারকাকে।

হৃষিতা কেক কেটে বাবা-মাকে খাইয়ে দেন। হৃষিতা জানান, তাঁর এই সাফল্যের মূলে রয়েছে তাঁর বাবা মায়ের প্রচেষ্টা ও অনুপ্রেরণা। এখন লক্ষ্য হল মহিলা আই পি এল। তারপর ক্রিকেট নিয়ে আরও এগিয়ে যেতে চান বাংলা মহিলা ক্রিকেটের নয়া তারা।

শহরে পা বিশ্বসেরা তিতাসদের, ফুল বিছানো পথে বিমানবন্দর থেকে ইডেনে

You might also like