শেষ আপডেট: 19th July 2024 23:52
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক্সে ভারতকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। এবারও প্যারিস অলিম্পিক্সে নীরজ নামবেন সোনার জন্য তো বটেই, পাশাপাশি তাঁর লক্ষ্য ৯০ মিটার জ্যাভলিন ছোড়া।
অলিম্পিক্সের লক্ষ্যে ট্রেনিংয়ের জন্য ভারতের সোনার ছেলে এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন। মাঝে তাঁর চোট নিয়ে সমস্যা ছিল, সেটি থেকে দ্রুত সেরে উঠেছেন। ২৭ জুলাই থেকে অলিম্পিক্স শুরু হবে।
জ্যাভলিন থ্রোয়ারদের ক্ষেত্রে ট্র্যাক বিশেষ এক মাত্রা বহন করে। টোকিওতে ছিল লাল ও কমলা রংয়ের ট্র্যাক। সেটিতে জোরে দৌড়তে গেলে পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। নীরজের ক্ষেত্রেও দেখা গিয়েছে, তিনি ফাইনাল থ্রোয়ের সময় পিছলে গেলেও জ্যাভলিন ধরাছোঁয়ার বাইরে চলে যায়। বাকিদের পিছনে ফেলে তিনি সোনা জিতেছিলেন।
প্যারিসের ট্র্যাক হবে বেগুনি রংয়ের, এটি আরও উন্নত। অ্যাথলিটরা দৌড়ানোর সময় পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। এই মোন্ডো ট্র্যাক তৈরি হয়েছে ইতালিতে। আরও বড় কথা হল, এটি রবারের তৈরি, আর এই রবারে হাওয়া ঠাসা রয়েছে। তাই অ্যাথলিটদের দৌড়ানোর ক্ষেত্রেও অনেক বেশি সাবলিল। বিশ্ব মিটেও এই ট্র্যাক বানানো হয়ে থাকে।
নীরজ এবার এমনিতেই ফেভারিট সোনা জয়ের। তাঁকে আরও সহায়তা করবে এই মোন্ডো ট্র্যাক।