শেষ আপডেট: 19th February 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: আইপিএল মানেই কোটি কোটি টাকার টুর্নামেন্ট। মাঠের উত্তেজনা বাড়ানোর পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের অন্যতম আকর্ষণ চিয়ারলিডাররা। তাঁদের নাচ-গানে জমে ওঠে ম্যাচের বিরতির সময়গুলো। কিন্তু জানেন কি, এই চিয়ারলিডাররা কত টাকা উপার্জন করেন? কোন ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয় তাঁদের?
আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। আর সেই ম্যাচ থেকেই চিয়ারলিডাররা মনোরঞ্জন করবেন দর্শকদের। শোনা যায়, প্রতিটি মরশুমে চিয়ারলিডাররা গড়ে ৫ লাখ টাকার মতো আয় করেন। তবে সবার উপার্জন সমান হয় না, কারও একটু বেশি, তো কারও কিছুটা কম।
ম্যাচপ্রতি চিয়ারলিডাররা প্রায় ১৪ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করেন। ফ্র্যাঞ্চাইজিভেদে পারিশ্রমিকের তারতম্য হয়। সবচেয়ে বেশি টাকা দেয় শাহরুখ খানের কেকেআর।
গত সিজনের পরিসংখ্যান বলছে, সিএসকে, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস প্রতিটি ম্যাচে চিয়ারলিডারদের ১২ হাজার টাকা করে পারিশ্রমিক দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স এবং আরসিবি ২০ হাজার টাকা করে দেয়, রাজস্থান রয়্যালস দেয় ১৫ হাজার টাকা। আর সবচেয়ে বেশি, ২৫ হাজার টাকা, পায় কেকেআরের চিয়ারলিডাররা। চিয়ারলিডারদের উপার্জনের অঙ্ক শোনার পর অনেকেই হয়তো অবাক হবেন, তবে আইপিএলে তাঁদের অবদান যে কম নয়, তা মেনে নেন সকলেই।