শেষ আপডেট: 11th August 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ভয়ঙ্কর পরিণতিতে সারা রাজ্যে আন্দোলন চলছে ন্যায়বিচারের। এই ঘটনায় আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। একই অনুভূতি ভারতের প্রাক্তন অধিনায়ক তথা কলকাতার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি এই ঘটনাকে ভয়ানক অ্যাখ্যা দিয়েছেন।
রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন। তিনি এই বিষয়টিতে মনের দিক থেকে প্রচণ্ড আহত হয়েছেন। সৌরভ ওই অনুষ্ঠানে জানিয়েছেন, ‘‘এমন ঘটনা খুবই দুর্ভাগ্যের। সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নিতেই হবে। আগামী দিনে কেউ যাতে এমন ঘটনা ঘটানোর আগে চিন্তা করে।’’
মহারাজ আরও বলেছেন, ‘‘সত্যিই ভয়ানক এই ঘটনা। এটা থেকেই প্রমাণিত, সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনও জায়গায় হতে পারে। ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে। এটা একেবারেই ঠিক হয়নি, বড় ভুল।’’
সৌরভ বাংলার মহিলাদের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন। ভারতের অন্যতম প্রাক্তন অধিনায়কের মতে, ‘‘এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সব জায়গা নিরাপদ নয়, এটা বলাও ঠিক নয়। আমাদের সতর্ক থাকতে হবে। এটা এমন একটা দুর্ঘটনা, যে পৃথিবীর সমস্ত প্রান্তে ঘটছে। এ রাজ্যে এটাকে বন্ধ করতে হবে। মেয়েদের নিরাপত্তা এ রাজ্যে তো বটেই, আমাদের সারা দেশেই রয়েছে। কিন্তু এইসব ঘটনাকে বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতেই হবে। আমি আবারও বলছি, এই ঘটনা ভয়ানক।’’