শেষ আপডেট: 2nd February 2025 20:01
দ্য ওয়াল ব্যুরো: রেকর্ড গড়ল বাংলার নতুন দল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স। হকি ইন্ডিয়া লিগের ফাইনাল ম্যাচে হায়দরাবাদ তুফানসকে ৪-৩ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিল বাংলার ছেলেরা। রবিবার রাউরকেল্লায় বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু শেষ হাসি হাসে বাংলার ছেলেরাই।
চূড়ান্ত ম্যাচে একক দক্ষতায় বাংলাকে জয়ের মুখ দেখিয়েছেন ভারতীয় হকির নিউ সেনসেশন যুগরাজ সিং। এদিন একক দক্ষতায় রাঢ় বেঙ্গল টাইগার্সের হয়ে হ্যাট্রিক করেছেন তিনি। ম্যাচের ২৫, ৩২ ও ৩৫ মিনিটে গোল করেন যুগরাজ। এছাড়া ম্যাচ শেষের একেবারে শেষ মুহূর্তে, মাত্র ৬ মিনিট বাকি থাকতে পেনাল্টি কর্নার থেকে হায়দরাবাদের জয়ের সব আশায় জল ঢেলে দেন স্যাম লেন। ৫৪ মিনিটে গোল করেন তিনি।
অন্যদিকে গুজরাত তুফানস-ও সহজে ছেড়ে দেয়নি। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত বিপক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছে তাঁরা। খেলা শুরুর মাত্র ৯ মিনিটে গঞ্জালো পেইয়াত দলকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন আমনদীপ লাকরা। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেন পেইয়াত। এদিন প্রথম কোয়ার্টারের মাঝামাঝি সময়ে হায়দরাবাদ তুফান আক্রমণাত্মক মনোভাব দেখায় এবং একটি পেনাল্টি কর্নার অর্জন করে। গনজালো পেইয়াত নিখুঁতভাবে ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে বল জালে পাঠিয়ে তুফানসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয় কোয়ার্টারে টাইগার্স পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়ে যায়। কোয়ার্টারের ছয় মিনিট বাকি থাকতে, অভিষেকের করা পেনাল্টি কর্নার থেকে যুগরাজ সিং এক দুর্দান্ত ড্র্যাগ ফ্লিকে বল জালে জড়িয়ে স্কোর ১-১ সমতা আনেন। পরের মিনিটেই হায়দরাবাদ তুফান একটি পেনাল্টি কর্নার আদায় করে এবং অমনদীপ লাকরা জোরালো ফ্লিকে গোল করে আবারও তাদের দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
এরপর তৃতীয় কোয়ার্টারে টাইগার্সের যুগরাজ সিং আরেকটি শক্তিশালী ড্র্যাগ ফ্লিকের মাধ্যমে বল জালে পাঠিয়ে স্কোর ২-২ সমতা ফেরান। কয়েক মিনিটের মধ্যেই আরেকটি পেনাল্টি কর্নার থেকে জুগরাজ সিং হ্যাটট্রিক পূর্ণ করেন এবং টাইগার্সকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। হাল ছাড়েনি হায়দরাবাদ তুফানসও। তারা পাল্টা আক্রমণ চালিয়ে টাইগার্সকে নিজেদের অর্ধে ঠেলে পেনাল্টি কর্নার পায়। গনজালো পেইয়াত এরপর স্কোর ৩-৩ করেন। তবে ৫৪তম মিনিটে, স্যাম লেন একটি পেনাল্টি কর্নার থেকে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে টাইগার্সকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন।
বছর সাতেক পর ফের ফিরছে হকি ইন্ডিয়া লিগ। ২০১৭ সালে শেষ বার এই লিগ হয়েছিল। তবে সেখানে বাংলার কোনও দল ছিল না। কিন্তু চলতি বছর আত্মপ্রকাশ ঘটতেই জয়জয়কার বাংলার নতুন দল স্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সের।