শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর পর রনজি ট্রফিতে কামব্যাক করেছিলেন বিরাট কোহলি। কিন্তু, হিমাংশু সাংওয়ান তাঁকে ক্লিন বোল্ড করে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। হিমাংশুর হাত থেকে বেরিয়ে আসা আগুন ডেলিভারিতে বিরাটের অফ-স্টাম্প ছিটকে যায়। কিং কোহলিকে আউট করার পর রাতারাতি তারকা হয়ে উঠেছেন হিমাংশু। প্রত্যেকেই আপাতত রেলওয়েজের এই বোলারকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। সকলের মুখে আপাতত একটাই প্রশ্ন, বিরাট কোহলিকে আউট করার জন্য হিমাংশু আলাদা করে কী প্রস্তুতি গ্রহণ করেছিলেন।
ইতিমধ্যে হিমাংশু জানিয়েছেন, বিরাটকে আউট করার জন্য তিনি আলাদা করে কী প্রস্তুতি গ্রহণ করেছিলেন। হিমাংশুর কথায়, একজন বাস ড্রাইভারের থেকে তিনি টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটারকে আউট করার টিপস পেয়েছিলেন। শুনে অবাক হচ্ছেন? এটাই সবচেয়ে বড় সত্যি! আসুন, গোটা বিষয়টা বিস্তারিত জেনে নেওয়া যাক।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে হিমাংশু সাংওয়ান জানিয়েছেন, 'এই ম্যাচ শুরু হওয়ার আগেই বিরাটকে কীভাবে আউট করা হবে, তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। বিরাটের পাশাপাশি ঋষভ পন্থও দিল্লির হয়ে রনজি ট্রফি খেলতে নেমেছিলেন। সেইসময় আমরাও জানতাম না যে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে। পরে অবশ্য জানতে পারি, ঋষভ এই ম্যাচটা খেলবেন না। কিন্তু, বিরাট খেলতে নামবেন এবং ম্যাচটা টেলিভিশনের পর্দায় দেখানো হবে।'
হিমাংশুর কথায়, 'আমি রেলওয়েজের পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলাম। এই দলে প্রত্যেকের মনে এই বিশ্বাস ছিল যে আমি বিরাট কোহলিকে আউট করতে পারব। এমনকী যে বাসে চেপে ট্রাভেল করছিলাম, সেই বাসের চালকও পরামর্শ দিয়েছিলেন যে চতুর্থ কিংবা পঞ্চম স্টাম্পে বল করতে পারলেই বিরাট কোহলিকে আউট করা সম্ভব হবে।'
সঙ্গে হিমাংশু আরও যোগ করেছেন, 'বিরাটকে আউট করার ব্যাপারে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। নিজের উপর যথেষ্ট ভরসা ছিল। কোহলির দুর্বল জায়গাতেই আমি বারংবার বল করার চেষ্টা করছিলাম। শেষপর্যন্ত আমি নিজের শক্তির উপর ভরসা রেখেছিলাম। আর সেকারণেই বিরাটের উইকেট শিকার করতে পেরেছি।'
প্রসঙ্গত, বিরাট কোহলিকে মাত্র ৬ রানেই আউট করে দেন হিমাংশু। রেলওয়েজের এই পেস বোলারের ডেলিভারি সামনে এগিয়ে এসে খেলার চেষ্টা করেছিলেন বিরাট। কিন্তু, বলের লাইনটা তিনি মিস করেন। আর বলটা তাঁর অফ-স্টাম্প ছিটকে দেয়। হিমাংশু জানিয়েছেন, কোহলি নিজেও তাঁর বলের প্রশংসা করেন।