শেষ আপডেট: 31st January 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো : রনজি ট্রফিতেও বিরাট কোহলির ফ্লপ শো অব্যাহত। গত ২ দিন ধরে বিরাট কোহলিকে নিয়ে সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু, দ্বিতীয় দিন কোহলি ব্যাট করতে নেমেই আউট হয়ে যান। আর সেইসঙ্গে ফ্যানেরাও ডুবে যান হতাশার মহাসমুদ্রে। রেলওয়ের বোলার হিমাংশু সাংওয়ান একেবারে ক্লিন বোল্ড করে দেন এবং প্যাভিলিয়নের রাস্তাটাও দেখিয়ে দেন বিরাট কোহলিকে। মাত্র ৬ রান করে ফিরে গেলেন কোহলি।
কে এই হিমাংশু সাংওয়ান?
হিমাংশু সাংওয়ান একজন আনক্যাপড ডানহাতি পেস বোলার। এখনও পর্যন্ত তিনি ২৩ প্রথম শ্রেণীর, ১৭ লিস্ট এ, ৭ টি-২০ ম্যাচ খেলেছেন। ২৩ প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে হিমাংশু মোট ৭৭ উইকেট শিকার করেন। এছাড়া ১৭ লিস্ট এ ম্যাচে তাঁর নামের পাশে ২১ উইকেট লেখা রয়েছে। পাশাপাশি টি-২০ ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত মোট ৫ উইকেট তুলে নিয়েছেন।
২৪ বছর বয়সি হিমাংশু সাংওয়ান দিল্লি রেলওয়ে স্টেশনে টিকিট কালেক্টর ছিলেন। রনজি ট্রফির একটি ম্যাচে তিনি মুম্বইয়ের বিরুদ্ধে ৬০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন। এরপর থেকেই উঠে আসেন প্রচারের আলোয়। এই দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে মুম্বইকে তাদের ঘরেই হারিয়েছিল রেলওয়ে। এই ম্যাচটা রেলওয়ে ৮ উইকেটে জয়লাভ করে।
প্রায় ১৩ বছর পর বিরাট কোহলি আবারও রনজি ট্রফি খেলতে নেমেছেন। লাল বলের ক্রিকেটে ক্রমাগত খারাপ পারফরম্যান্সের পর কোহলিও রনজি ট্রফির শরণাপন্ন হয়েছেন। কিন্তু, ব্যাট করতে নেমেই চূড়ান্ত ফ্লপ হলেন তিনি। আশা করা হচ্ছে, দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে হয়ত বড় রান দেখতে পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথ টেস্টে বিরাট শতরান করেছিলেন। কিন্তু, তারপর থেকে ব্যাট হাতে আর নজর কাড়তে পারেননি। পাঁচ ম্যাচের এই সিরিজে বিরাট মাত্র ১৯০ রান করেছিলেন।