শেষ আপডেট: 5th February 2025 18:07
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইএসএল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল এফসি এমনিতেই যথেষ্ট বিপাকে রয়েছে। সেই গোদের উপর বিষফোঁড়া হল দলের তারকা ডিফেন্ডার হিজাজি মাহেরের চোট। বুধবার (৫ ফেব্রুয়ারি) ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে চোটের কারণে বাকি আইএসএল মরশুম জর্ডনের এই ডিফেন্ডার খেলতে পারবেন না। আনোয়ার আলির চোটের পর হিজাজি মাহেরের চোট লাল-হলুদ সমর্থকদের যে বড় ধাক্কা দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
লাল-হলুদ ব্রিগেডের ওই বিবৃতিতে বলা হয়েছে, 'হিজাজির মেডিক্যাল রিপোর্ট খতিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। তারপরই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে যে হাঁটুর চোটের জন্য হিজাজিকে বাকি মরশুম আর খেলানো হবে না।' প্রসঙ্গত, গত বছর শেষের দিকে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামার আগে অনুশীলন করছিলেন হিজাজি। সেইসময়ই তাঁর হাঁটুতে চোট লেগেছিল। ওই ম্যাচটি শেষপর্যন্ত গোলশূন্য ড্র হয়ে যায়।
২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে হিজাজি মোট ১৩ ম্যাচ খেলতে নেমেছেন। এরমধ্যে পঞ্জাব এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে তাঁর পা থেকে যথাক্রমে একটি করে গোল দেখতে পাওয়া গিয়েছে। উল্লেখ্য, এই দুটো ম্যাচেই মশালবাহিনী জয়লাভ করেছিল। আপাতত ইস্টবেঙ্গল ১৮ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটাতেই জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলে তারা ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। আগামী শনিবার চেন্নাই এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে। এই ম্যাচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।