শেষ আপডেট: 23rd March 2025 20:44
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের (IPL 2025) ভয়ঙ্করতম টপ অর্ডার হায়দরাবাদের (Sunrisers Hyderabad)। সেটা বোঝা গেল তাদের প্রথম ম্যাচেই। রবিবার দুপুরে ম্যাচে দলের ব্যাটারদের ঝড়ে কার্যত দুরমুশ হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আগে ব্যাট করে ২৮৬/৬ তোলে হায়দরাবাদ। আর এই বিরাট স্কোরের কারিগর যিনি, তিনি ঈশান কিষান। শতরান করে মাতিয়ে দিলেন 'অবাধ্য' খেলোয়াড়।
রোববার রাজীব গান্ধী স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের (2nd highest total) রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র এক রানের জন্য আইপিএলের ইতিহাসে সর্বকালের রেকর্ডটি ভাঙা হল না।
পাহাড় প্রমাণ রানের বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছিল রাজস্থান রয়্যালস। যদিও প্রতিপক্ষ রাজস্থানকে ২৪৬ রানে অল আউট করে দেয় মহম্মদ শামিরা। আইপিএলের ইতিহাসে এটি রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ দলীয় রান। এর আগে তারা ২০২০ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে ২২৬ রান করেছিল তারা।
আগের মরসুমে প্রতিটি ম্যাচেই আগ্রাসী ব্যাটিং দেখা গিয়েছিল হায়দরাবাদের। ৩ বার আড়াইশোর বেশি এবং ৬ বার দুশোর বেশি রান তুলেছিল তারা। আগ্রাসী ছন্দে দেখা গেল ট্রেভিস হেডকেও। তিনি অর্ধশতরান করলেন।
গতবার হেড আর অভিষেক শর্মা যেভাবে শুরুয়াত করেছিলেন, সেখানেই অর্ধেক কাজ হয়ে যাচ্ছিল হায়দরাবাদের। এবার তাঁরা তো আছেনই। সঙ্গে চেরি অন কেক ঈশান।
হায়দরাবাদ পাওয়ার প্লে-র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৪ রান করে ফেলেছিল। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লে-তে তোলা পঞ্চম সর্বোচ্চ রান এটিই। যদিও এই নিরিখে সর্বকালীন রেকর্ড রয়েছে হায়দরাবাদেরই দখলে।
গত বছর অরুণ জেটলি স্টেডিয়ামে হায়দরাবাদ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে-র ৬ ওভারে বিনা উইকেটে ১২০ রান তুলেছিল। মোট কথা এদিনের হায়দরাবাদী আচরণ খানিকটা যেন বুঝিয়েই দিল, ওদের তুলনা ওরাই।