সপ্তাহশুরুর দিনই টেস্ট থেকে অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি। তার আগের সপ্তাহে, বুধবার, সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মাও (Rohit Sharma Retirement)।
শ্রীকান্ত ও গিল
শেষ আপডেট: 15 May 2025 11:01
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহশুরুর দিনই টেস্ট থেকে অবসর (Virat Kohli Retirement) নিয়েছেন বিরাট কোহলি। তার আগের সপ্তাহে, বুধবার, সরে দাঁড়িয়েছেন রোহিত শর্মাও (Rohit Sharma Retirement)। এর ফলে আগামী দিনে কে হতে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক, এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আতান্তরে বিসিসিআই-ও (BCCI)। আসন্ন ইংল্যান্ড সিরিজ (England Series)। তার জন্য দল বাছাই হবে আগামী কয়েক দিনের মধ্যে। সেখানেই জানা যাবে, কে হতে চলেছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক।
যদিও তার আগে বেশ কয়েক জন ক্যান্ডিডেটের নাম আলোচনায় ভেসে উঠেছে। তাঁদেরই একজন শুভমান গিল। অনেকের মতে, তরুণ, প্রতিভাবান এই ব্যাটসম্যান দলের ভাবী অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার। যদিও এতে তেমন সায় নেই প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের। তিরাশির বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীকান্তের দাবি, খেলোয়াড় হিসেবে গিল এখনও পরিণত নন। প্রথম একাদশেই তাঁর জায়গা পাকা নয়। এই অবস্থায় নেতৃত্বের দায়িত্ব চাপানো শুভমানের উপর বাড়তি বোঝা হয়ে যেতে পারে।
সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে শ্রীকান্ত বলেন, ‘রোহিত, বিরাটের অবসরের পর দলের অধিনায়ক হওয়ার রেডিমেড প্রতিনিধি কে? গিল? আমার মনে হয় ও প্রথম দলেই নিজের জায়গা পাকা করতে পারেনি।‘
তাহলে বিকল্প ক্যান্ডিডেট কে? প্রাক্তন ক্রিকেটারের পছন্দ জসপ্রীত বুমরাহ। বলেছেন, ‘কেএল রাহুল কিংবা ঋষভ পন্থ যদি অধিনায়ক না হন, তাহলে বুমরাহর কথা ভাবা যেতে পারে। যদি চোটের জন্য কোনও ম্যাচে না খেলে, সেক্ষেত্রে রাহুলকে দায়িত্ব দেওয়া হোক।‘
এরপর তিনি জুড়ে দেন, ‘আমি নির্বাচক প্রধান হলে বুমরাহকেই বেছে নিতাম। তারপর ওর হাতে দায়িত্ব দিয়ে বলতাম, যে কটা ম্যাচ তুমি খেলতে চাও, খেলো। সহ-অধিনায়ক হিসেবে হয় কেএল রাহুল, নয়তো ঋষভের কথা ভাবতাম। কারণ তারা প্রথম একাদশে নিশ্চিত।‘
এরপর শুভমানেরর দুর্বলতা নিয়ে বলতে গিয়ে শ্রীকান্ত মন্তব্য করেন, ‘রাহলকে অধিনায়ক হিসেবে প্রোমোট করা যেতেই পারে। তাতে ভুল নেই। কিন্তু স্রেফ নেতৃত্ব দিতে হবে বলে কাউকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়াটা ভুল। চ্যালেঞ্জিং পরিবেশে যাতে শুভমান রান তুলে দলে থিতু হতে পারে, সেদিকে নজর দেওয়া উচিত। শুভমানের ব্যাপারে অনেকে অনেক কিছুই বলছে, কিন্তু এখনও পর্যন্ত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় ও রান করতে ব্যর্থ হয়েছে। ওকে আগে টেস্ট ক্রিকেটে সড়গড় হতে দাও। শুভমান শুধুমাত্র ঘরের মাঠে রাজা।‘