ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 9th March 2025 14:54
দ্য ওয়াল ব্যুরো: ‘তুমি আমার মতো নও। মোটেও আমার মতো দেখতে নও। বড়ই কুৎসিত তুমি।‘—তাঁরই মতো দেখতে এক অনুরাগীর উদ্দেশে এমনই বিদ্রুপ ছুড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতকাল সৌদি প্রো লিগে খেলতে নামার আগে এই ঘটনা ঘটে।
এদিন অবশ্য মাঠের লড়াইয়ের চেয়েও মাঠের বাইরের আচরণ নিয়ে চর্চায় পর্তুগিজ তারকা। খেলা শুরুর আগে বাকি সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করছিলেন রোনাল্ডো। হাল্কা জগিং করতে করতে এগিয়ে যাচ্ছিলেন স্ট্যান্ডের দিকে, আবার ফিরে আসছিলেন।
এই সময় রোনাল্ডোর চোখে পড়ে, তাঁরই মতো দেখতে এক ভক্ত দৃষ্টি আকর্ষণের জন্য মাঠের ধার ঘেষা সিটে বসে নানা ধরনের অঙ্গভঙ্গি করে চলেছে। চুলের স্টাইল, দাঁড়ানোর ধরন এমনকী মুখের অভিব্যক্তিও রোনাল্ডোর মতো।
যদিও অনুরাগীর এতশত কারসাজিতে মুগ্ধ হননি পর্তুগিজ ফুটবলার। সাফ বলে বসেন, ‘ভাই, তুমি মোটেও আমার মতো দেখতে নও। কোনওভাবেই নও। বরং দেখতে বেশ কুৎসিত-ই।‘ এই কথার জবাবে জনৈক ভক্তও চুপ থাকেননি। পালটা কিছু বলে বসেন। যদিও কী বলেছিলেন তিনি, সেটা পুরপুরি বোঝা যায়নি। শুধু তাঁকে বলতে শোনা যায়, ‘ভাই তুমি সেরা, তুমিই সেরা।‘ একথা শুনে রাগ পুষে না রেখে হাসিমুখে দৌড় সেরে মাঠের দিকে ফিরে যান রোনাল্ডো। আর যাওয়ার আগে আঙুল তুলে দেখাতে থাকেন থাম্বস আপ!
ম্যাচের বাইরে এসবের পর খেলতে নেমেও গোল করেছেন রোনাল্ডো। যদিও দলকে জেতাতে পারেননি। ম্যাচ শেষ হয়েছে ২-২ স্কোরলাইনে। তবে একটি গোলের সুবাদে হাজার গোলের মাইলস্টোন ছোঁয়ার লক্ষ্যে আরও এক কদম এগিয়ে গেলেন পর্তুগালের তারকা। আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৯২৬।