বরুণ চক্রবর্তী
শেষ আপডেট: 10th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: পেশায় ছিলেন স্থপতি। চেন্নাইয়ের একটি ফার্মের হয়ে পাঁচ বছর কাজও করেছেন। তারপর ক্রিকেটের দুনিয়ায় পা রাখা। বয়স তখন ২৫ বছর। তবে থেকে পেশাগতভাবে ক্রিকেট খেলা শুরু করেন বরুণ চক্রবর্তী।
সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বরুণ। অথচ মজার বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে সেভাবে চর্চাতেই ছিলেন না তিনি। ভারতের জার্সি গায়ে খেলেছেন একটি মাত্র ম্যাচ, তাও ইংল্যান্ডের বিরুদ্ধে, ঘরে মাটিতে। দুবাইয়ের অচেনা পরিবেশ, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হেভিওয়েট আইসিসি টুর্নামেন্টে নেমে তাক লাগিয়েছেন বরুণ। তিনটি ম্যাচ মোটে খেলেছেন। নিয়েছেন ৯ উইকেট। গড় ১৫.১১। তাঁকে দলে নিয়ে বড় চাল চেলেছিলেন গম্ভীর। সেই কৌশলে ফল ফলেছে।
ভারতীয় ক্রিকেট দলের রহস্য স্পিনার হিসেবে বরুণের জার্নি তাক লাগানো হলেও তাঁর মোট সম্পত্তির পরিমাণ অজানা নয়। বিসিসিআই বরুণকে ওয়ান ডে ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা দিয়ে থাকে। প্রতিটি টি-২০ ম্যাচে দেওয়া হয় ৩ লাখ টাকা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুবাদে অতিরিক্ত ২০ কোটি টাকা লাভ করবেন তিনি।
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে পারফরম্যান্সের সুবাদে কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দেন বরুণ, প্রায় সাড়ে ৮ কোটি টাকার চুক্তিতে। যদিও পরের মরশুমের আগেই দল ছাড়েন। যোগ দেন কেকেআরে, ৪ কোটি টাকার বিনিময়ে। ২০২৩-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স রখে দেয় বরুণকে। ২০২৪ এবং ২০২৫-এর সিজনে ১২ কোটি টাকার চুক্তিতে কেকেআরেই থেকে যান তিনি। ২০২৪ সালে ২১টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে রেকর্ড বুকে নাম লেখান বরুণ।