শেষ আপডেট: 24th January 2025 15:28
দ্য ওয়াল ব্যুরো: ক্লাবে এসেছিলেন তারকা ফুটবলারের তকমা নিয়ে। চুক্তি ছিল দু’বছরের। সে চুক্তির মেয়াদ ফুরোতে না ফুরোতেই একই ক্লাবের মালিকানার স্বাদ পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি লিগের ক্লাব আল-নাসের সম্প্রতি তাঁকে চুক্তি নবীকরণের যে প্রস্তাব দেয়, তাতে অন্যান্য আর্থিক হিসেবপাতির মতো ক্লাবের ৫ শতাংশের স্বত্ত্ব প্রদানেরও উল্লেখ ছিল। একাধিক সংবাদ সংস্থা সূত্রের খবর, পর্তুগিজ তারকা ইতিমধ্যে সেই শর্তে সম্মতি দিয়েছেন। আর এর ফলে আগামি দিনে তিনিই হতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
২০২৩ সালে সৌদি প্রো-লিগে খেলতে আসেন রোনাল্ডো। সেই চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হচ্ছে। তার আগেই চুক্তি নবীকরণের প্রস্তাব আসে। ইতিমধ্যে তাতে সায় দিয়েছেন রোনাল্ডো। স্রেফ সইসাবুদ করা বাকি। সেটা সম্পূর্ণ হলেই ধনীতম ফুটবলার হতে চলেছেন তিনি।
হিসেবমতে, বার্ষিক ১ হাজার ৬৩০ কোটি টাকার চুক্তি টেবিলে রয়েছে। মাসের হিসেবে ১৩৩ কোটি টাকা। একে ভাঙলে যা দাঁড়াচ্ছে, তাতে দিনপ্রতি ৪.৯ কোটি টাকা পকেটে ঢুকবে রোনাল্ডোর। এর পাশাপাশি ক্লাবের ৫ শতাংশ মালিকানাকে জুড়লে টাকার অঙ্কে আর সমস্ত ফুটবলারকে ছাড়িয়ে যেতে চলেছেন বছর ঊনচল্লিশের এই তারকা খেলোয়াড়।
রোনাল্ডোর আয়-ব্যায়ের হিসেব নিয়ে সম্প্রতি ফোর্বস একটি রিপোর্ট প্রাকাশ করেছে। সেই সমীক্ষা মতে, রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। ক্লাবের চুক্তি, স্বত্ত্বাধিকার ছাড়াও প্রথম সারির একাধিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। নিজের নামে একটি ব্র্যান্ডকেও (CR7) এনেছেন বাজারে। CR7 এক ছাতার তলায় বেশভূষা, ফিটনেস, রেস্তোরাঁ-হোটেলের ব্যাবসা সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে।
কিছুদিন আগেই মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হিসেবে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন রোনাল্ডো। সেদিনই মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় গলায় তিনি ঘোষণা করেছিলেন, ‘আমি এখনও যথেষ্ট তরুণ। অনেক স্বপ্ন পূরণ করা বাকি। মিলিয়ে নেবেন, আমি বড় কোনও ক্লাবের মালিক হব। হবই একদিন না একদিন।‘ কয়েক সপ্তাহ যেতে না যেতেই স্বপ্নকে সত্যি করে দেখালেন রোনাল্ডো।