ক্রোয়েশিয়ার র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগ জিতে দাবা দুনিয়ার চর্চায় ডি. গুকেশ। তার চেয়েও বেশি করে আলোচনায় বিশ্বের পয়লা নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার ঘোল খাওয়ানোয়।
ডি. গুকেশ
শেষ আপডেট: 5 July 2025 07:13
দ্য ওয়াল ব্যুরো: ক্রোয়েশিয়ার র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগ জিতে দাবা দুনিয়ার চর্চায় ডি. গুকেশ। তার চেয়েও বেশি করে আলোচনায় বিশ্বের পয়লা নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার ঘোল খাওয়ানোয়।
নরওয়েতে এক মাস আগেও একইভাবে কিস্তিমাত দেন গুকেশ। কিন্তু সেবার লড়াইটা ছিল ক্লাসিক্যাল বোর্ডে, এবার র্যাপিডে। তার উপর মাথায় ঘুরছিল প্রতিপক্ষ কার্লসেনের করা কটাক্ষ—‘গুকেশ মোটেও শক্তিশালী দাবাড়ু নয়। বেশ দুর্বল!’
আগেরবার ভাগ্যের জোরে জিতেছেন, অকল্পনীয় জয় ছিনিয়ে নিয়ে অকপটে স্বীকার করেন গুকেশ। এবার যদিও দাপটের সঙ্গে চাল চেলেছেন। ক্রোয়েশিয়ার আসরে নামার আগে কেউ আন্দাজ করেছিল, সবাইকে ছাপিয়ে আপনি সেরার শিরোপা পাবেন? সওয়ালের জবাব সরাসরি না দিলেও কার্লসেনের বিদ্রূপের জবাব রসিকতার সঙ্গে ফিরিয়ে দিলেন গুকেশ। জানালেন, প্রতিযোগিতায় নামার আগে তাঁর এক ভাই কিন্তু অনুমান করেছিল, নরওয়ের দাবাড়ু হারতে চলেছেন, জিতবেন গুকেশ-ই!
সেই ঘটনার কথা জানাতে গিয়ে গুকেশ বলেন, ‘এটা বেশ মজাদার। এখানে আসছি যখন, তখন আমার এক ভাই জানায়, আমি ম্যাগনাসকে হারাব। আমাদের মধ্যে এই নিয়ে রফাও হয়: যদি আমি কার্লসেনকে হারাতে পারি, তাহলে তাহলে আমার কোনও একটা ইন্টারভিউয়ে ওর (ভাইয়ের) নাম নেব! গতকাল সাক্ষাৎকার দেওয়ার সময় ব্যাপারটা বেমালুম ভুলে যাই। ও এই নিয়ে এখনও রেগে!’
রাগ শুধু গুকেশের ভাইয়ের নয়, একমাস আগে নরওয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর কাছে হেরে রাগের বশে টেবিল চাপড়েছিলেন দুনিয়ার এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনও। সেটা ছিল ক্লাসিক্যাল দাবা। এবার ব্লিৎজেও তিনি একইভাবে কুপোকাত হলেন। হারালেন সেই গুকেশ। তবে এবার টেবিল না থাবড়ে, উত্তেজিত হ্যান্ডশেক না করে সামনে টেনেছেন অজুহাত। জানিয়েছেন, দাবা বস্তুটাই আর উপভোগ করছেন না তিনি। প্রতিযোগিতার উত্তেজনা হারিয়ে ফেলছেন!
অথচ টুর্নামেন্ট শুরুর আগে বছর উনিশের গুকেশের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কার্লসেন। তাঁকে ‘দুর্বল’ বলে দেগে দেন। ক্লাসিক্যালে ঠিক আছে, কিন্তু র্যাপিডে সেভাবে ক্ষিপ্র ও ধারালো নন গুকেশ—সাফ বক্তব্য নরওয়ের দাবাড়ুর।
প্রতিপক্ষের মুখের কথার জবাব যদিও পালটা বাকযুদ্ধে জড়িয়ে নয়, চৌষট্টি খোপের খেলায় বুঝিয়ে দিয়েছেন গুকেশ। নরওয়ের ম্যাচে ভাগ্যের সাহায্য জুটেছিল—একথা সাফ সাফ মেনে নিলেও গতকাল সুপার ইউনাইটেড র্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড বিভাগে দাপটের সঙ্গে চাল চেলে কার্লেসেনকে নাস্তানাবুদ করেন গুকেশ। যে কারণে কার্লসেন বলতে বাধ্য হন, ‘সত্যি বলতে, এই মুহূর্তে দাবা খেলাটা উপভোগ করছি না। যখন খেলছি তখন কোনও উত্তেজনা হচ্ছে না। প্রতিমুহূর্তে দ্বিধায় ভুগছি, যেটা খুব খারাপ!’
কার্লসেন মুখে যাই বলুন না কেন, চলতি টুর্নামেন্টে তাঁকে ছাপিয়ে শীর্ষে কিন্তু সেই ‘দুর্বল’ গুকেশ। ২০২৫ গ্র্যান্ড চেস ট্যুরের অন্তর্গত সুপার ইউনাইটেড র্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টের র্যাপিড সেকশনে চ্যাম্পিয়ন। ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত এই পর্যায়ে গুকেশ ৯টি গেম থেকে সর্বোচ্চ ১৮-র মধ্যে পেয়েছেন ১৪ পয়েন্ট (ফরম্যাট অনুযায়ী: জয়=২ পয়েন্ট, ড্র=১ পয়েন্ট)।