শেষ আপডেট: 1st August 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের বাতিল হেক্টর ইয়ুস্তেকে ষষ্ঠ বিদেশি হিসেবে নিল ইস্টবেঙ্গল। গত মরশুমে হেক্টর সবুজ মেরুন দলের স্তম্ভ ছিলেন। তারপরেও তিনি বাতিল হয়ে যাবেন, সমর্থকদের অনেকেই ভাবতে পারেননি। সেই ইয়ুস্তে লাল হলুদে সই করার পরে আত্মবিশ্বাসী। তিনিও ডুরান্ড কাপের ডার্বিতে বদলা নিতে মরিয়া হয়ে রয়েছেন।
বাগানের প্রাক্তন এই দীর্ঘকায় ডিফেন্ডারকে সই করানোর পরে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত জানান, হেক্টরের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। তিনি বহু চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। বহু ম্যাচে নায়কের ভূমিকায় অবতির্ণ হয়েছেন। এমনকী ওঁর অভিজ্ঞতা আমাদের ডিফেন্স সংগঠনকে জোরালো করতে সহায়তা করবে।
গত আইএসএলে দেখা গিয়েছিল, বাগানের রক্ষণ সামলে হেক্টর উপরে উঠে গোল করতেও মরিয়া ছিলেন। সেই মনোভাব নিয়েও বলেছেন কোচ কার্লোস। তিনি জানিয়ে দিয়েছেন, হেক্টর খুবই কার্যকরী ফুটবলার। জানে কী পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়। ওঁর লড়াকু মনোভাব আমাদের কাজে আসবে।
মোহনবাগান এবার সই করিয়েছে টম আলফ্রেডকে, সেই কারণেই বাতিল হেক্টর। পাশাপাশি নতূুন বিদেশিদের মধ্যে রয়েছেন আলোবার্তো। সেই বদলা নিতে প্রথম ডার্বিতেই ফের নিজের জাত চেনাবেন হেক্টর।
এমনিতেই আনোয়ার আলিকে লাল হলুদ দল পাবে কিনা, সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ বিষয়টি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ওপর নির্ভর করছে। আপুইয়াকেও পায়নি লাল হলুদ দল। তাই হেক্টরকে নিয়ে একটা জবাব দিলেন ইস্টবেঙ্গল কর্তারা।