Latest News

‘রাহুলকে কোচ করতে কালঘাম ছুটে গিয়েছে’, অবশেষে স্বীকারোক্তি সৌরভের

দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড় কী কারণে ভারতের কোচের দায়িত্ব নিতে রাজি হননি প্রথমে, এই নিয়ে আলোচনা চলছিলই। এক সূত্রে জানা যায়, পুত্র সমিতের কারণে তিনি জাতীয় দলের কোচ হতে চাননি। সমিত যুব দলের হয়ে খেলছে, তিনি নির্বাচন হলে দ্রাবিড়ের প্রভাব থাকতে পারে, এই আন্দাজ করে রাজি হননি।

যদিও বোর্ড প্রেসিডেন্ট তথা তাঁর প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ খুবই চেষ্টা করেছেন। এতদিন বিষয়টি নিয়ে সৌরভ মুখ না খুললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘রাহুলকে কোচ করতে আমাদের কালঘাম ছুটে গিয়েছিল। ওকে রাজি করানোই যাচ্ছিল না। কিন্তু আমি ও জয় (শাহ) পড়েছিলাম ওঁর পিছনে। তারপর দেখি রাজি হয়েছে কোচ হতে, সেদিন গা থেকে জ্বর ছেড়েছিল।’’

সৌরভ আরও বলেছেন, ‘‘বাড়ি থেকে বছরে আট থেকে দশ মাস বাইরে থাকতে হবে, এটা ভেবেই রাহুল রাজি হতে চাইছিল না। কারণ ওঁর দুটি ছেলে রয়েছে, যাদের বয়সও কম। রাহুল শুরু থেকেই বলে এসেছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকতে চায়। কিন্তু ওঁকে ভারতের কোচ হতে হবে, এটা আমরা বলতাম। তারপর দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতেও দেখলাম সবাই ওঁকে কোচ হিসেবে চায়। সেটি ওঁকে জানাতেই আপত্তি করেনি।’’

পাশাপাশি সৌরভকে বলতেও হয়েছে, যদি দেখিস সমস্যা হচ্ছে বাড়ির জন্য, তা হলে আমাদের বিষয়টি মাথায় থাকবে। কিন্তু দু’বছরের আগে কোনও সিদ্ধান্ত নিস না, এটাও দ্রাবিড়কে বলে রাখতে হয়েছে বন্ধু মহারাজকে। এমনকি যেদিন আইপিএলের সময় দুবাইতে দ্রাবিড় আচমকা রাজি হয়ে গিয়েছিলেন কোচ হওয়ার জন্য, সেদিন অবাকই হয়েছিলেন সৌরভরা, সেটিও জানাতে ভোলেননি প্রেসিডেন্ট।

এদিকে, সৌরভ টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলের ব্যর্থতা প্রসঙ্গে বলেছেন, ‘‘আমি গত চার-পাঁচ বছরে এত বাজে ক্রিকেট খেলতে দলকে দেখিনি। ওরা পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ শতাংশ খেলতে পেরেছিল। আমি সত্যিই হতাশ হয়েছিলাম দলের এমন খেলা দেখে।’’

 

You might also like