শেষ আপডেট: 11th March 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: জোহান ক্রুয়েফের সাক্ষাৎ ভাবশিষ্য তিনি। বার্সেলোনার গুরুকুলে বেড়ে উঠেছেন। ‘টিকি-টাকা’ ফুটবলের ঘোষিত প্রচারক। ‘খেলোয়াড়-মুখ্য’ নয়, তাঁর ঘরানা ‘সিস্টেম-প্রধান’। আর এই কারণে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। জার্মার মিডফিল্ডার বাস্তিয়ান সোয়াইনস্টাইগার বেশ ক’বছর আগে গোয়ার্দিওলার ফুটবল স্টাইলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এবার সমালোচকদের তালিকায় নাম লেখালেন ফাবিও কাপেলোও।
মজার বিষয় হচ্ছে, ইতালীয় ম্যানেজারের অধীনে এএস রোমায় একসময় খেলেছেন গোয়ার্দিওলা। ফুটবলার হিসেবে নামতেন মিডিও হিসেবে। সেই সময় শিষ্যের নাড়িনক্ষত্র কোনও কিছুই কাপেলোর অজানা ছিল না। যদিও তখনই দুজনের মতাদর্শগত বিরোধিতা শুরু হয়। যা খবরের শিরোনামেও এসেছিল।
এখন অবশ্য ফুটবলার নন, ম্যানেজার গোয়ার্দিওলার বিরোধিতায় সরব হয়েছেন কাপেলো। পেপ ফুটবলের অনেক ক্ষতি করেছেন—স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ইতালীয় ম্যানেজার। তবে এতকিছুর পরেও তিনি জানাতে ভোলেননি, বিশ্বফুটবলে যে তিনটি বিপ্লবের সাক্ষী রয়েছেন তিনি, তার মধ্যে ক্রুয়েফের আয়াক্স, আরিগো সাচ্চির এসি মিলানের পাশাপাশি রয়েছে পেপ গোয়ার্দিওলার বার্সেলোনা।
ইদানীং পেপের টিম ম্যাঞ্চেস্টার সিটি টালমাটাল সময়ের মধ্য দিয়ে গেলেও একটা সময় মেসি, জাভি-ইনিয়েস্তা-খচিত বার্সা ক্লাব-ফুটবলে ত্রাস সৃষ্টি করেছিল। লা লিগা সহ সমস্ত ঘরোয়া খেতাব জয়ের পাশাপাশি জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগও। কিন্তু এর জন্য গোয়ার্দিওলাকে বাড়তি নম্বর দিতে নারাজ কাপেলো।
তিনি বলেছেন, ‘আমি গোয়ার্দিওলার চরিত্রের ঔদ্ধত্য পছন্দ করি না। সিটিকে নিয়ে যে চ্যাম্পিয়ন্স লিগটি জিতেছে, সেখানে ও উদ্ভট কিছু করার চেষ্টা করেনি। কিন্তু অন্যান্য মরশুমে বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটির গুরুত্বপূর্ণ ম্যাচে নায়ক হতে চেয়েছে। এমনভাবে বদলের চেষ্টা চালিয়েছে, যাতে ম্যাচ জেতার পর সবাই বলতে পারে, ফুটবলাররা নন, তাঁর জন্যই ম্যাচ জিতেছে দল। আর এই ঔদ্ধত্যের ফলেই বেশ কয়েকটি চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়েছে। এই কারণে গোয়ার্দিওলাকে শ্রদ্ধা করলেও বলতে বাধ্য হচ্ছি, ও ফুটবলের অনেক ক্ষতি করেছে।‘
গুরুত্বপূর্ণ ম্যাচে বড়সড় বদল এনে বরাবর খবরের শিরোনামে থেকেছেন পেপ। সেটা হতে পারে খেলোয়াড় সংক্রান্ত, হতে পারে রণকৌশল বিষয়ক। পেপের ‘বেশি ভাবা’র খেসারত দিয়েছে টিম—এই অভিযোগ নতুন কিছু নয়।
পাশাপাশি, স্পেনীয় ম্যানেজারের ট্যাকটিক্সকে একহাত নিয়ে কাপেলো বলেন, ‘গোয়ার্দিওলার মডেল গত ১০ বছর ধরে অনুসরণ করতে চেয়েছে ইতালীয় ফুটবল। আর এর ফলে তারা ধ্বংস হয়েছে। হারিয়ে ফেলেছে বৈশিষ্ট্য। আমি ফুটবলারদের বলেছি, তোমরা গোয়ার্দিওলার খেলোয়াড় হওয়ার চেষ্টা কোরো না, এটা বন্ধ করো। তারা শুধু বল ছুঁয়েই সময় কাটিয়ে দেয়। ইদানীং ইতালিয়ান গোলকিপাররাও দলের আক্রমণ শুরু করে। এটা একই সঙ্গে বিপর্যয় ও একঘেয়েমির জন্ম দিয়েছে। ফলে মানুষ আর ফুটবল দেখছে না, স্রেফ হাইলাইটস দেখছে। ৯০ মিনিট ধরে লড়াই আর দৌড় ছাড়া শুধু পাস আর পাস দেখার কী মানে?’
যদিও এতকিছুর পরেও আশার আলো দেখতে পেয়েছেন ফাবিও কাপেলো। আর সেই আলোর নাম স্পেন। স্প্যানিশ জাতীয় দল দুই উইঙ্গার নিয়ে যেভাবে দ্রুতগতির ফুটবল উপহার দিয়ে ইউরো কাপ জিতে নিয়েছে, তাতে বদল যে আসতে চলেছে, সে বিষয়ে নিশ্চিত ইতালিয়ান ম্যানেজার।