শেষ আপডেট: 14th March 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তান ক্রিকেট দলের বাঁ-হাতি ব্যাটার হজরতউল্লাহ জাজাই আপাতত শোকে মুষড়ে পড়েছেন। জানা গিয়েছে, তাঁর ২ বছরের মেয়ে মারা গিয়েছে। হজরতউল্লাহের ঘনিষ্ঠ বন্ধু তথা জাতীয় ক্রিকেট দলের সতীর্থ করিম জানাত এই খবরটি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এই মর্মান্তিক দুঃসংবাদটি শেয়ার করেছেন। এই খবর শোনামাত্র গোটা ক্রিকেটবিশ্ব কার্যত মুষড়ে পড়েছে। প্রত্য়েকে হজরতউল্লাহ এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।
করিম জানাত লিখেছেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আমি একথা জানাচ্ছি যে আমার ভ্রাতৃসম বন্ধু হজরতউল্লাহ জাজাই কন্যাহারা হয়েছে। ওর জন্য আমার হৃদয় আজ ভারাক্রান্ত। আশা করি, হজরতউল্লাহ এবং ওর পরিবার এই কঠিন সময়টা শক্ত হাতে মোকাবিলা করতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এই কঠিন সময়টা যেন ওরা কাটিয়ে উঠতে পারে। হজরতউল্লাহ জাজাই এবং ওর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।'
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগান স্কোয়াডে সুযোগ পাননি হজরতউল্লাহ। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয় এই বাঁহাতি ক্রিকেটারের। এরপর থেকে তিনি ১৬ আন্তর্জাতিক একদিনের ম্যাচ এবং দেশের হয়ে ৪৫ টি-২০ ম্যাচ খেলেছেন।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হজরতউল্লাহ জাজাই দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড কায়েম করেছিলেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি ৬২ বলে ১৬২ রান করেন। তাঁর এই ইনিংসে ১১ চার এবং ১১ ছয় ছিল। এই ম্যাচটি দেরাদুনে অবস্থিত রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।
চলতি বছর ২৬ বছর বয়সি এই ক্রিকেটার আফগানিস্তানের হয়ে একটাও ম্যাচ খেলেননি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবার তাঁকে জাতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। দেশের হয়ে ১৬ ওয়ানডে এবং ৪৫ টি-২০ ম্যাচে তিনি যথাক্রমে ৩৬১ এবং ১১৬০ রান করেছেন। এরমধ্যে একটি শতরান এবং পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে।