শেষ আপডেট: 30th July 2024 14:56
দ্য ওয়াল ব্যুরো: এক যুগ নয়, পাক্কা ১২৪ বছর পরে নয়া রেকর্ড গড়লেন মনু ভাকের। ১৯০০ সালে নর্মান প্রিচার্ড একই অলিম্পিক্সে দুটি রুপো জিতেছিলেন। কিন্তু তিনি ছিলেন ব্রিটিশ। ১৯৪৭ সালে স্বাধীনতার পরে কোনও ক্রীড়াবিদ ভারতের হয়ে একই অলিম্পিক্সে জোড়া পদক জিততে পারেননি, সেই ইতিহাস গড়েও নির্লিপ্ত মনু। ২২ বছরের তরুণী খেলা শেষে দর্শকদের উদ্দেশে নমস্কার করে কৃতজ্ঞতা জানিয়েছেন।
সঙ্গী সরবজ্যোতকে নিয়ে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতে মনু বলেছেন, ইতিহাস গড়েছি, এটা মাথাতেই ছিল না। আমরা শুধু নিজেদের বলেছিলাম, ইভেন্টের দিন সেরাটা দেব, তারপর যা হওয়ার হবে!
মনু আরও বলেছেন, দেশের মানুষের আশীর্বাদ ছাড়া এই পদক জয় সম্ভব ছিল না। আমি দেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই। একটা বড় কাজে তখনই সফল হবেন, যখন সবাই আপনার পাশে থাকবে।
মনু যখন এই কথা বলছেন, সেইসময় পাশে দাঁড়িয়ে চোখের জল মুছছিলেন যশপাল রাণা। তিনিও অলিম্পিক্স শুটার, তাঁরও বহু রেকর্ড ঝুলিতে রয়েছে। তিনি আজ তৃপ্ত। শুধু বলেছেন, আজ মনুই আমাদের হিরো। আমি শুধু পাশে থেকেছি, আজ ওর বলার দিন।
ছাত্রীর সাফল্যে নিজে কৃতিত্ব নিতে নারাজ। শুধু দুঃখ করছিলেন, এখনও ভাল কোনও চাকরি আমার হাতে নেই। তিনবছর আমি বেতন ছাড়া কাজ করে গিয়েছি।
একটি প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনুর ব্যক্তিগত কোচ আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, চারবছর আগে টোকিও অলিম্পিক্সে মনু ব্যর্থ হওয়ার পরে সবাই আমাকে ভিলেন বানিয়েছিল। সবাই জানায় যে, আমার জন্যই মনু পদক পায়নি, কিন্তু কথাটি ঠিক নয়। কিছু বিষয় থাকে, যেগুলি আমাদের হাতে থাকে না। সেটাই হয়েছিল।
প্রাক্তন অলিম্পিয়ান তথা মনুর কোচ বলেছেন, ‘‘আমি এই সাফল্যের কেউ নই। আমি শুধু একটি কাজ করেছি মনু চেয়েছিল যে আমি তাঁকে সাহায্য করতে চাই৷ কিন্তু লোকেরা কী জানেন যে আমি গত তিন বছরে ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন বা অন্য কোনও সংস্থা থেকে কোনও মাসিক বেতন পাইনি? আমি এর চেয়ে বেশি খুশি মনু দেখিয়েছে, সে কী করতে পারে, আমি কেবল তাঁর সম্ভাবনাকে কাজে লাগিয়েছি এবং আমাকে নতুন করে টাকা উপার্জন করতে হবে। পরিষ্কার বলেছেন যশপাল। যিনি এবার অলিম্পিক্সে যাওয়ার অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভানেত্রী পিটি ঊষার উদ্যোগে।