হাসান আলি
শেষ আপডেট: 9th April 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: দর্শক চায় ভাল ক্রিকেট। সেই সঙ্গে বিনোদন৷ আর এই দুইয়ের টানেই আইপিএল ছেড়ে তামাম ক্রিকেট অনুরাগীরা পিএসএল দেখতে টিভির পর্দায় চোখ রাখবেন।
এই ভাষাতেই ভবিষ্যদ্বাণী করে দিলেন পাক ক্রিকেটার হাসান আলি। যিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামেন। হাসান বলেছেন, ‘সমর্থকেরা সব সময় সেই টুর্নামেন্টই দেখতে চান যেখানে ভাল খেলা ও বিনোদন দুই-ই রয়েছে। যদি আমরা ঠিকভাবে পারফর্ম করি, তাহলে ক্রিকেট অনুরাগীরা অবশ্যই আইপিএল ছেড়ে পিএসএলকে বেছে নেবেন।’
প্রসঙ্গত, প্রতি বছর নির্ধারিত ক্যালেন্ডার মেনে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হয়। পিএসএল, অন্যদিকে, সাবেকি সূচি মেনে ফেব্রুয়ারি-মার্চেই আয়োজিত হওয়ার কথা। কিন্তু এবার ভারতের ক্রিকেট লিগের সঙ্গে পাল্লা দিতে একই সময়ে টুর্নামেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় পাক ক্রিকেট বোর্ড। যা নিয়ে দু'দেশের শিবিরেই বিতর্ক দানা বাঁধে। উল্লেখ্য, চলতি সিজনে আইপিএল আঠারো বছরে পা দিয়েছে। পাকিস্তানের লিগের এই নিয়ে দশম মরশুম।
দু’দেশের ক্রিকেট লিগ সমান্তরালভাবে আয়োজনের সূত্রে সমস্যাও দানা বেঁধেছে। কর্বিন বশ, দক্ষিণ আফ্রিকার পেসার, আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। নিলামে কোনও দল না কেনায় পিএসএলে চুক্তিবদ্ধ হন৷ তারপর আচমকা মুম্বই ইন্ডিয়ান্স ডাক পাঠানোয় তিনি চুক্তি ভেঙে পাকিস্তান ছেড়ে ভারতের পথে পা বাড়ান। সেই নিয়ে কারণ দর্শানোর নোটিস পাঠান পিসিবি৷ আইনি পদক্ষেপেরও হুমকি দেওয়া হয়।