শেষ আপডেট: 5th September 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: আবারও এক পদক, আবারও এক সোনা। প্যারালিম্পিক্সে ফের নজির গড়ল ভারত। এবার তিরন্দাজিতে ভারতকে সোনা এনে দিলেন হরবিন্দর সিং। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে এই কীর্তি গড়েছেন তিনি। আর এটাই তিরন্দাজিতে দেশের প্রথম সোনা।
এখনও পর্যন্ত প্যারালিম্পিক্সে ভারত মোট ২৪টি পদক জিতেছে। বুধবার পোল্যান্ডের লুকাজ সিজেককে ফাইনালে হারিয়ে স্বর্ণপদক জেতেন হরবিন্দর। ম্যাচের ফল ছিল ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫। এই জয়ের পর তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ২০২০ সালে টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন হরবিন্দর। এটি তাঁর প্রথম সোনা। একই সঙ্গে, দেশের জন্যও তিরন্দাজিতে সর্বপ্রথম সোনা এল।
অন্যদিকে, পুরুষদের ক্লাব থ্রো এফ৫১ ইভেন্টে সোনা এনেছে ভারত। পদক জিতেছেন ধরমবীর। পাশাপাশি একই ইভেন্টে রুপোর পদক পেয়েছেন পর্ণাভ সুরমা। প্যারালিম্পক্সের পদক তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ১৩ নম্বর স্থানে। শীর্ষে রয়েছে চিন। তাঁদের মোট পদক সংখ্যা ১৩৫। চিন সোনা পেয়েছে ৬২টি, রুপো পেয়েছে ৪৬টি এবং ব্রোঞ্জ পেয়েছে ২৭টি।
চিনের পরে রয়েছে গ্রেট ব্রিটেন, মোট পদক সংখ্যা ৭৪। সোনা ৩৩টি, রূপো ২৫টি এবং ব্রোঞ্জ ১৬টি। তৃতীয় স্থানে আছে আমেরিকা। ২৫টি সোনা, ২৬টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ নিয়ে তাঁদের পদক সংখ্যা ৬৩টি। ভারত পেয়েছে ৫টি সোনা, ৯টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ।