শেষ আপডেট: 6th February 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: একেবারে স্বপ্নের ডেবিউ! ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হর্ষিত রানার পারফরম্যান্স নিয়ে অনেকেই হয়ত কাটাছেঁড়া করবেন। কিন্তু, চাপের মুখে তিনি যেভাবে কামব্যাক করলেন, তারজন্য কোনও প্রশংসাই বোধহয় যথেষ্ট নয়।
এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা মোট ৬ বোলারকে কাজে লাগিয়েছেন। তারমধ্যে সর্বাধিক রান খরচ করেছেন হর্ষিত রানা। ৭ ওভারে ৫৩ রান। ইকোনমি রেট ৭.৫৭। কিন্তু, এরপর যেভাবে তিনি কামব্যাক করলেন, সেটা রূপকথার থেকে কম নয়। তিনটে উইকেট তো তিনি শিকার করলেনই। উল্টে একটা মেডেন ওভারও সংগ্রহ করলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড এই ম্যাচে ২৪৮ রানে অলআউট হয়ে গেল।
ব্রিটিশ ব্যাটিংয়ের পর সম্প্রচারকারী সংস্থাকে একটা ছোট ইন্টারভিউ দেন হর্ষিত। সেখানে তিনি বলেন, 'এই জীবনের স্বপ্নই আমি দেখেছিলাম। এতদিন ধরে প্রচুর পরিশ্রম করেছি। আজ সেই পরিশ্রমের ফল পাচ্ছি। একটা নির্দিষ্ট লেংথে বল করার পরিকল্পনা ছিল। শুরুর দিকে কিছুটা বেশি হয়ত রান দিয়ে ফেলেছিলাম। কিন্তু, প্ল্যানটা বদলাইনি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ইংল্য়ান্ডের ব্যাটাররা রুম পেলেই রান করার চেষ্টা করছিল। সেকারণে রোহিত আমাকে স্টাম্প টু স্টাম্প বল করার পরামর্শ দেয়। এই উইকেটে সামান্য দ্বিমুখী গতি রয়েছে। আশা করছি, এই রানটা আমরা সহজেই তাড়া করতে পারব।'