Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার

Harshit Rana: খেলেছেন ২ ম্যাচ, সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে! 'ঈশ্বরের বরপুত্র' হর্ষিত রানা?

এই পরিস্থিতিতে হর্ষিতের ভাগ্যে যে শিকে ছিঁড়তে পারে তা বলাই যায়।

Harshit Rana: খেলেছেন ২ ম্যাচ, সুযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে! 'ঈশ্বরের বরপুত্র' হর্ষিত রানা?

ভারতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হর্ষিত রানা

শেষ আপডেট: 11 February 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো:  আশঙ্কা আগেই করা হয়েছিল। অবশেষে তাতে পড়ল সিলমোহর। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। তাঁর জায়গায় ভারতীয় ক্রিকেট স্কোয়াডে সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার হর্ষিত রানা। ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছে রানা'জির। খেলেছেন মাত্র ২ ম্যাচ। এই পরিস্থিতিতে আইসিসি-র এত বড় ইভেন্টে তিনি কতটা দায়িত্ব সামলাতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অনেকে আবার এই প্রশ্নও তুলতে শুরু করেছেন যে হর্ষিত ছাড়া এই স্কোয়াডে আরও দুই পেস বোলারকে নেওয়া হয়েছে। তাঁরা হলেন মহম্মদ সামি এবং আর্শদীপ সিং। প্রায় দেড় বছর পর সামি টিম ইন্ডিয়ায় কামব্যাক করেছেন। কিন্তু, প্রথম দুটো ম্য়াচে তিনি একেবারে নজর কাড়তে পারেননি। দুটো ম্য়াচেই তিনি একটি করে উইকেট শিকার করেছেন। কিন্তু, সকলেই একবাক্যে স্বীকার করছেন যে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সামির বোলিংয়ে যে আগুন গতি ছিল, সেটা একেবারেই হারিয়ে গিয়েছে। অন্যদিকে, আর্শদীপ সিংকে এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে একটাও ওয়ানডে ম্য়াচ খেলানো হয়নি। যদিও পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে তিনি যথেষ্ট ভাল বোলিং করেছিলেন।

এই পরিস্থিতিতে হর্ষিতের ভাগ্যে যে শিকে ছিঁড়তে পারে তা বলাই যায়। কারণ, একদিনের ক্রিকেটে ডেবিউ ম্য়াচে তিনি তিনটে উইকেট শিকার করে সকলের নজর কেড়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে ১ উইকেট শিকার করলেও, ইকোনমি রেট রেখেছিলেন যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে। আশা করা হচ্ছে, বুধবার (১২ ফেব্রুয়ারি) তৃতীয় একদিনের ম্য়াচে হর্ষিত এবং আর্শদীপকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হতে পারে। এই পরিস্থিতিতে তাঁরা কেমন বোলিং করেন সেটাই আপাতত দেখার।়

টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।


ভিডিও স্টোরি