শুরুতেই উইকেট শিকার করেন হর্ষিত রানা
শেষ আপডেট: 20 February 2025 09:33
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে শেষ হল জল্পনার দড়ি টানাটানি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে জায়গা পেলেন হর্ষিত রানা। আর হর্ষিতকে সুযোগ দিতে গিয়ে রিজার্ভ বেঞ্চে বসতে হল টিম ইন্ডিয়ার অপর তরুণ পেসার আর্শদীপ সিংকে। আর এই দল নির্বাচন নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলতে শুরু করেছেন যে নাইট সখ্যতার কারণেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা।
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জয় করেছিল। এই দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌতম গম্ভীর। আর গত মরশুমে কেকেআর ব্রিগেডের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন হর্ষিত। আইপিএল শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলের কোচ হন গৌতম গম্ভীর। এরপর তিনি হর্ষিতকে ক্রিকেটের তিনটে ফরম্য়াটেই সুযোগ দিয়েছেন। যদিও এই সুযোগ দেখে অনেকেই ভ্রুঁ কোঁচকাতে শুরু করেছেন।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।
যদিও ইতিমধ্যে গম্ভীরের ভরসার দাম দিয়েছেন হর্ষিত রানা। দ্বিতীয় ওভারেই তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেটটি তুলে নেন। শর্ট কভারে দাঁড়িয়ে দুর্দান্ত ক্যাচ ধরলেন বিরাট কোহলি। পাঁচ ওভার শেষে বাংলাদেশ জোড়া উইকেট হারিয়ে মাত্র ২২ রান করেছে।