
মেয়েদেরও আইপিএল চাই, বোর্ডের কাছে জোর সওয়াল হরমনপ্রীতের
দ্য ওয়াল ব্যুরো: মহিলা ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই আইপিএলের (IPL) সওয়াল করে এসেছেন। এমনিতেই তাদের টেস্ট (Test) কম খেলতে হয়। এমনকি বোর্ড থেকে এখনও কোনঠাসা করে রাখা হয়েছে মহিলা ক্রিকেটকে। এবার সেই নিয়ে মুখ খুলেছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
প্রথম আইপিএল নিয়ে মুখ খুলেছিলেন মহিলা ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ। তিনি জানিয়েছিলেন, আইপিএলে হলে মহিলাদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে, তাদের দক্ষতা দেখানোর মঞ্চ গড়ে উঠবে।
আইপিএল হচ্ছে না বলেই মহিলা ক্রিকেটারদের অনেকেই বিগ ব্যাশ লিগে খেলতে চলে যাচ্ছেন, তাতে করে দেশের ক্রিকেটের কোনও পরিকাঠামোগত উন্নতি হচ্ছে না।
পাড়ায় পুজো উদ্বোধনে সৌরভ, নবমীর দিনই ছাড়ছেন কলকাতা
এবার ভারতীয় মহিলা টোয়েন্টি ২০ দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর জানিয়েছেন, আমাদের বোর্ডের উচিত অবিলম্বে মহিলাদের আইপিএল চালু করা।
এই তারকা ক্রিকেটারের মতে, মহিলাদের আইপিএল হলে লাভবান হবেন ভারতের মহিলা ক্রিকেটাররা। তিনি বলেন, ‘‘বিশ্বকাপের আগে আমাদের ভাল খেলতে হবে। তবে মহিলাদের আইপিএল হলে আমাদের আরও বেশি সুবিধা হবে। ক্রিকেট যত ছোট হবে, তত ভীতিও কমবে।
দ্বিতীয় টি২০ ম্যাচে রান তাড়া করতে নেমে একটা সময় ৭১ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে জয়ের রাস্তা দেখান তাহিলা ম্যাকগ্রা। ৩৩ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। হরমনপ্রীত মনে করেন, এটা সম্ভব হয়েছে ম্যাকগ্রা মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলায়।
হরমন এমনিতেই একটু ডাকাবুকো স্বভাবের, ব্যাটিংও করেন বীরেন্দ্র সেহওয়াগ ঢঙে। তিনি বলেছেন, ‘‘মহিলাদের বিগ ব্যাশ লিগের জন্যই ম্যাকগ্রা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছেন। আমাদের দলে বর্তমান কারোর এমন অভিজ্ঞতা নেই, আইপিএল শুরু হলে এই ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হবে। তাতে আমরাও এগবো, ক্রিকেটও এগবে।’’
আইপিএল-এর উদাহরণ তুলে ধরে তিনি জানান, ‘‘আইপিএল খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নামলে সমস্যা থাকে না, মানসিকভাবে তৈরি থাকা যায় যে কোনও পরিস্থিতির জন্য। কিন্তু আমাদের এখানে ঘরোয়া ক্রিকেটে একটু ভাল খেলেই জাতীয় দলে এলেও সমস্যা থাকছে অনেকটাই। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের অনেক পার্থক্য, সেটি আইপিএল শুরু হলে থাকবে না।’’
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’