হার্দিক পান্ডিয়া ও তাঁর স্ত্রী নাতাশা।
শেষ আপডেট: 13th June 2024 21:34
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের সময় থেকেই সমানভাবে গুঞ্জন উঠেছিল। বলা হয়েছে, হার্দিক পান্ডিয়ার সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচের বিবাহ বিচ্ছেদ আসন্ন। তারপর দুই পক্ষই এই স্পর্শকাতর বিষয়ে নিশ্চুপ ছিলেন।
নাতাশা তারমধ্যে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ট্যাটাসে নিজের পান্ডিয়া পদবী মুছে দিয়েছিলেন। সেই নিয়ে আরও জল্পনা তৈরি হয়। বলা হয়েছিল, নাতাশা নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন।
আমেরিকায় হার্দিকের সঙ্গে দেখা যাচ্ছে না বিদেশি নাতাশাকে। এমনকী হার্দিক নাকি একাই লন্ডনে ছুটি কাটিয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন, এমন গুঞ্জনও মাথাচাড়া দিয়ে ওঠে। তবে নাতাশার সাম্প্রতিক স্ট্যাটাসে পুত্র অগস্ত্যকে নিয়ে ছুটি কাটানোর ছবি রয়েছে। সেখানে আবার হার্দিক নেই স্বাভাবিক কারণেই। তিনি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন।
বিশ্বকাপের মধ্যেই আমেরিকা ম্যাচ শেষে দেখা হয়ে গিয়েছে হার্দিক ও রিকি পন্টিংয়ের। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক ধারাভাষ্য দেওয়ার কাজে রয়েছেন। তাঁকে দেখে হার্দিক প্রশ্ন করেন, হ্যালো, রিকি তুমি কেমন আছো? তোমার পরিবার কেমন আছে?
প্রশ্ন শুনে পন্টিং জানান, তিনি ও তাঁর পরিবারের সবাই ভাল রয়েছে। শুধু তাই নয়, পন্টিংও পালটা হার্দিককে প্রশ্ন করেন, আমি তো ভালই, তুমি কেমন? সেই প্রশ্নের বিনিময়ে সহাস্য হার্দিক বলে ওঠেন, ‘‘আমি ভালই আছি, সব ঠিক আছে।’’
হার্দিকের ওই জবাব শুনে আশ্বস্ত হন তাঁর অনুরাগীরা। মনে করা হচ্ছে, নাতাশার সঙ্গে হার্দিকের সম্পর্ক ঠিকই রয়েছে, যা রটছে সবটাই গুঞ্জন!