শেষ আপডেট: 12th March 2025 13:34
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া মাত্র এক বছরের মধ্যেই জোড়া আইসিসি ট্রফি জয় করেছে। সেকারণে তিনি যারপরনাই উচ্ছ্বসিত। গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পিছনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবার ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া। সেখানেও হার্দিকের অবদান অনস্বীকার্য। গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া একটাও ম্যাচ হারেনি। গ্রুপ পর্বে তারা বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করে। আর ফাইনাল ম্যাচে আবারও কিউয়ি ব্রিগেডকে তারা হারিয়ে দেয়। অবশেষে ট্রফি জয়ের পর হার্দিক আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন।
২০১৭ সালেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচেও খেলেছিলেন হার্দিক। রবীন্দ্র জাদেজার সঙ্গে ব্যাট করার সময় তিনি রান আউট হয়ে যান। সেই ব্যাপারেও কথা বললেন হার্দিক। সঙ্গে তিনি এও জানিয়েছেন, তিনি শুধুমাত্র বিশ্বকাপ জিততে চান। বাকি ৫-৬ আলাদা ট্রফি জিততে চান তিনি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তবে সেই তালিকায় হার্দিক পান্ডিয়াও রয়েছেন।
সম্প্রতি বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে হার্দিক বলেছেন, '২০১৭ সাল থেকে এই কাজটা বাকি ছিল। সেইসময় আমি নিজের দায়িত্ব সম্পূর্ণ পালন করতে পারিনি। তবে এবার সেই দায়িত্বটা পালন করতে পেরে আমি খুব খুশি। সবাইকে বলতে পারব যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার। আমি বরাবরই এই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাইতাম। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পরও বলেছিলাম যে কাজটা এখনও সম্পূর্ণ হয়নি। এখনও আমি ৫-৬ ট্রফি জিততে চাই। এরমধ্যে একটা যে জিততে পেরেছি, এতেই আমি সন্তুষ্ট।'
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর হার্দিক পান্ডিয়া এবার আইপিএল টুর্নামেন্টে মনোনিবেশ করতে চান। ভারতের এই স্টার অলরাউন্ডার পাঁচবার আইপিএল খেতাবজয়ী মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। আশা করা যায়, এবার হার্দিকের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ষষ্ঠবার খেতাব জিততে পারবে। যদিও গত আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হার্দিক গ্রহণ করার পর, এই দলটা একেবারে ভাল পারফরম্যান্স করতে পারেনি। পয়েন্ট টেবিলের একেবারে শেষ আসনে দাঁড়িয়ে অভিযান শেষ করে।