শেষ আপডেট: 11th March 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: ১২ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে। এই খেতাব জয়ের পর আনন্দে আত্মহারা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে তিনি এমন একটা মন্তব্য করেছেন, যা আদতে পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়েছে।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি বললেন, 'পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা চেয়েছিল যে আমরা ওই দেশে খেলতে যাই। কিন্তু, সেটা হয়নি। আশা করব, ভারতীয় ক্রিকেট দলের জয় ওরা যথেষ্ট উপভোগ করেছে। তবে টিম ইন্ডিয়া কেন পাকিস্তানে খেলতে যায়নি, সেটা আমি বলতে পারব না।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'যদি আপনি নিজের উপর ভরসা রাখতে না পারেন, তাহলে অন্যরা আপনার উপর কীভাবে ভরসা রাখবে? আমি নিজের উপর সবসময় এই ভরসা রেখেছিলাম যে কাজটা শেষ করতে পারব। পাশাপাশি আরও একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। আমরা যে কঠোর অনুশীলন করি, মাঠে সেই ফলাফলই দেখতে পাওয়া যায়। আমি করি করি, আপনি যেভাবে বীজ বপন করবেন, তেমনই ফসল পাবেন। লক্ষ্য অর্জন করার জন্য নিজের শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণে রাখুন। বলটা আরও কাছ থেকে দেখুন। যদি বল ঠিকঠাক জায়গায় পড়ে, তাহলে যতটা জোরে সম্ভব মাঠের বাইরে মারুন। আর বলটা যদি ব্যাটের মাঝখানে লাগে, তাহলে একটা আলাদাই তৃপ্তি আসে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই যেখানে পাকিস্তান ছিটকে গিয়েছিল, সেখানে টিম ইন্ডিয়া কার্যত অপরাজিত থেকে এই টুর্নামেন্টে জয়লাভ করে। ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ২৫১ রান তুলেছিল। জবাবে রোহিত শর্মার দল ৬ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়।