শেষ উইকেট নেওয়ার পরে হার্দিকের উল্লাস।
শেষ আপডেট: 30th June 2024 01:18
দ্য ওয়াল ব্যুরো: এই দিনটার জন্যই সময় খুঁজছিলেন হার্দিক পান্ডিয়া। শেষ ছয় মাস তাঁর মনের ওপর দিয়ে অনেককিছু ঘটে গিয়েছে। তিনি সকলের কাছে ব্যাডবয় হয়ে গিয়েছিলেন।
আইপিএলে চরম ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতা হিসেবে। তাঁর সঙ্গে রোহিতের ঝামেলা রয়েছে, সেই নিয়ে নানা কথা হয়েছিল। কিন্তু টি ২০ বিশ্বকাপ জয়ের পরে ভেঙে পড়লেন হার্দিক। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তিনি কান্নায় ভিজলেন। জড়িয়ে ধরলেন সেই রোহিতকেই, চোখের জল মুছিয়ে দিলেন রোহিত। কে বলবে, তাঁর সঙ্গে ঝামেলা রয়েছে হিটম্যানের। এমনকী দেখা গিয়েছে, রোহিত স্নেহের চুম্বন এঁকে দিলেন হার্দিকের গালে। দু’জনের ওপর দিয়েই যে ঝড় বয়ে গিয়েছে।
সবাই সেইসময় কাঁদছেন, হার্দিক তারমধ্যেই বলে দিলেন, ‘‘আমার ওপর দিয়ে শেষ ছয়মাস কী ঘটেছে আমি জানি। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আইপিএলে ভাল করতে পারিনি। তবে টি ২০ বিশ্বকাপে ভাল খেলার চেষ্টা করে গিয়েছি। জানতাম বলার একটা মাঞ্চ পাব আমি। সেটা এসেছে বলে আমি তৃপ্ত।’’
হার্দিকের দুরন্ত বোলিং ভারতকে ম্যাচ জিতিয়েছে, কাপ দিয়েছে। এমন সময়ে তিনটি উইকেট পেয়েছেন, খেলার রং বদল ঘটে গিয়েছে। হার্দিক বলেছেন, ‘‘আমি কঠোর পরিশ্রম করে গিয়েছি, একটাও কথা বলিনি। এতদিন চুপ থাকার পুরস্কার পেলাম আমি। জানতাম, সৎ থাকলে সাফল্য আসতে বাধ্য। রোহিত ভাইয়ের হাতে কাপ দেখে আমি খুশি।’’