শেষ আপডেট: 31st January 2025 21:01
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় ক্রিকেটে একটা চলতি কথা রয়েছে। হার্দিক পান্ডিয়া যেদিন জ্বলে ওঠেন, সেদিন বিপক্ষ বোলারদের আর কিছু করার থাকে না। শুক্রবার (৩১ জানুয়ারি) তেমনই একটা দিন ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে চতুর্থ টি-২০ ম্যাচে ব্রিটিশ বোলারদের পিটিয়ে কার্যত ছাতু করলেন টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার। হার্দিকের এই হাফসেঞ্চুরির দৌলতেই টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১৮১ রান করেন।
এই ম্যাচে হার্দিক ৩০ বলে ৫৩ রান করেন। তাঁর চওড়া ব্যাট থেকে চারটে করে চার এবং ছয় বেরিয়ে এসেছে। তবে হার্দিককে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম দুবে। এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছিল। এই সুযোগ তিনি দু'হাতে কাজে লাগালেন। মাত্র ৩১ বলে তাঁর ব্যাট থেকেও হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। শেষপর্যন্ত ৩৪ বলে ৫৩ করে তিনি রান আউট হয়ে যান। তিনি ৭ চার এবং ২ ছক্কা হাঁকান।
এই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে। শুরুটা অবশ্য ভারতের খুব একটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই ভারতের তিন উইকেট (সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব) তুলে নিয়েছিলেন সাকিব মেহমুদ। মাত্র ১২ রানে তিন উইকেট হারিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। এই জায়গা থেকে ভারতীয় ক্রিকেট দল যে ঘুরে দাঁড়াতে পারবে সেটা কেউ কল্পনাই করতে পারেনি।
কিন্তু, ষষ্ঠ উইকেটে হার্দিক এবং শিবমের মধ্যে যে পার্টনারশিপ গড়ে উঠেছিল, সেটাই এই ইনিংসের ভাগ্য নির্ধারণ করে দেয়। মাত্র ৪৫ বলে ৯৭ রানের একটি জ্বালাময়ী যুগলবন্দী উপহার দিলেন ভারতের এই দুই ব্যাটার। এর পাশাপাশি চতুর্থ উইকেটে রিঙ্কু সিং এবং অভিষেক শর্মার মধ্যে ৩২ বলে ৪৫ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই উইকেটে ইংল্যান্ড এবার কেমন ব্যাটিং করে, সেটাই আপাতত দেখার।